Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • ডিসেম্বর ১৭, ২০২২

বহু প্রতীক্ষিত অবতার ছবির সিকোয়েল অবতার-২ মুক্তি পেল শুক্রবার

আরম্ভ ওয়েব ডেস্ক
বহু প্রতীক্ষিত অবতার ছবির সিকোয়েল অবতার-২ মুক্তি পেল শুক্রবার

শুক্রবার সারা বিশ্ব জুড়ে মুক্তি পেয়েছে অবতার সিরিজের দ্বিতীয় ছবিটি। যার নাম ‘অবতার ২ -দ্য ওয়ে অফ ওয়াটার’। প্রায় ১৩ বছর পর মুক্তি পেতে চলা ছবিটির জন্য দর্শকদের গোড়া থেকেই উৎসাহ ছিল তুঙ্গে। তাই মুক্তির দিনে প্রেক্ষাগৃহ যে দর্শকে পরিপূর্ণ হবে তা অনিবার্যই ছিল।দর্শকদের অনেকেই ছবিটি দেখে এর সম্পর্কে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। বিশেষত প্রশংসা করেছেন এর প্রযুক্তিগত কৌশল ব্যবহারর দিকটিকে।

প্রসঙ্গত আগের মত এই দ্বিতীয় অবতারটিতে ব্যবহার হয়েছে ত্রিমাত্রিক প্রযুক্তি। তবে এবারে তা আরও উন্নতমানের। প্রশংসা যেমন হয়েছে আভার ভিন্ন প্রতিক্রিয়াও কেউ কেউ জানাচ্ছেন । হল থেকে বেরিয়ে কেউ কেউ রণবীর-আলিয়া অভিনীত ‘ব্রহ্মাস্ত্র” ছবির সাথে এর তুলনা টেনেছেন।অনেক মানুষই টুইটে বলেছেন এটি ব্রহ্মাস্ত্রর আমেরিকান সংস্করণ।  অনেকে ছবির গল্পটির মান নিয়ে তাদের বিরূপ মত প্রকাশ করেছেন সংবাদ মাধ্যমে।

১৩ বছর আগে মুক্তি পাওয়া এই সিরিজের প্রথম ছবিটি দর্শক ও সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। সারা বিশ্বে প্রায় ২.৯ বিলিয়ন ডলার ব্যবসা করে ছবিটি। যা এই ছবিটিকে সব থেকে বেশি আয় করা ছবির তালিকায় শীর্ষে পৌঁছে দেয়। বর্তমান সিক্যুয়েলটি ত্রিমাত্রিক প্রযুক্তিতে তৈরির পাশাপাশি জলজ প্রাণীদের প্রদর্শনী দেখানোর ব্যবস্থা করেছে। ছবিটি মুক্তির আগেই প্রায় ৩০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে অ্যাডভান্স বুকিং এর মাধ্যমে। ছবিটি যে আগামী দিনে আরও ব্যবসা করবে তা বক্স অফিস বিশেষজ্ঞরা এখনই আগাম অনুমান করতে পারছেন। এখন কোভিড অতিমারী পরবর্তী ওয়ে ওফ ওয়াটার হলিউডে বাণিজ্যিক সাফল্যের জোয়ার আনতে চলেছে কিনা তা অবশ্য সামনের কয়েক দিনের মধ্যেই বোঝা যাবে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!