Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মার্চ ১৯, ২০২২

দুদিন সফরে আজই ভারতে জাপানের প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকে বসবেন কিশিদা

দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুতের পাশাপাশি ভারতের নগরোয়ন্নন নিয়ে আলোচনা করবেন দুই দেশের রাষ্ট্রনায়ক ।

আরম্ভ ওয়েব ডেস্ক
দুদিন সফরে আজই ভারতে জাপানের প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকে বসবেন কিশিদা

দুদিনের সফরে আজই ভারতে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ভারত-জাপানের ১৪তম বার্ষিক সম্মেলন উপলক্ষে তিনি সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে । এছাড়াও দুই দেশের মধ্যে কৌশলগত ও অর্থনৈতিক নানা বিষয়ে আলোচনা হবে এই বৈঠকে । গত বৃহস্পতিবারই বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছিলেন, কিশিদার ভারত সফর সম্পর্কে। তিনি তাঁর বিবৃতিতে জানিয়েছিলেন, ১৯ ও ২০ মার্চ ভারতে থাকবেন জাপানের প্রধানমন্ত্রী। এই প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তাঁর সঙ্গে মোদির সাক্ষাৎ হবে বলেও জানান তিনি।

এর আগে চারবার মোদির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল কিশিদার। তবে সেই সময় তিনি ছিলেন জাপানের বিদেশমন্ত্রী। প্রধানমন্ত্রী হওয়ার পরে এই প্রথম ভারত সফরে আসছেন তিনি। এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবের ভারত সফরে আসার কথা ছিল। কিন্তু সেই সময় নাগরিকত্ব আইন ঘিরে শুরু হওয়া আন্দোলনের জেরে বাতিল হয়েছিল সেই সফর।

দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭০তম বছর পূর্তিতে এবারের সফরে ঘিরে প্রত্যাশা রয়েছে। সূত্রের দাবি, এই সফরেই জাপানের প্রধানমন্ত্রী ২ কোটি ৫০ লক্ষ ডলারের ঋণ কিংবা এদেশে ৪ কোটি ২০ লক্ষ ডলারের পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা ঘোষণা করতে পারেন।

২০২১ সালের অক্টোবরে জাপানের প্রধানমন্ত্রী হন কিশিদা। সেই সময়ই মোদি তাঁকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন। আগামিদিনে দুই দেশের সম্পর্ককে অর্থনৈতিক ও কূটনৈতিক দিকে আরও মজবুত করার ব্যাপারে আলোচনায় বসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন দুই রাষ্ট্রনেতাই। অবশেষে মুখোমুখি হতে চলেছেন তাঁরা।

২০১৪ সালে জাপান সফরে গিয়েছিলেন মোদি। গত কয়েক বছরে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের আরও উন্নতি হয়েছে। এবারের সম্মেলন ও কিশিদার সঙ্গে মোদির সাক্ষাতের পরে সেই সম্পর্ক আরও মজবুত হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!