Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ২১, ২০২৩

বেপরোয়া জাভেদ। পাকিস্তানে বসেই পাকিস্তানকে সার্জিক্যাল স্ট্রাইক। উল্লসিত উপমহাদেশের সমাজ মাধ্যম

লাহোর উৎসবে কবিকে পাক জনতার কটাক্ষ, আমারা শুধু হামলা করি না, ফুল দিয়ে ভালোবাসা জানাতেই অভ্যস্ত!

আরম্ভ ওয়েব ডেস্ক
বেপরোয়া জাভেদ। পাকিস্তানে বসেই পাকিস্তানকে সার্জিক্যাল স্ট্রাইক। উল্লসিত উপমহাদেশের সমাজ মাধ্যম

নিখুঁত কবি, বিশুদ্ধ গীতিকার এবং বেপরোয়া জাভেদ আখতার পাকিস্তানে বসেই পাকিস্তানকে আক্রমণ করছেন। গত সপ্তাহে, লাহোর সফরে গিয়েছিলেন কবি কায়ফি আজমির জামাই জাভেদ। যোগ দিয়েছিলেন ওখানকার সাহিত্য উৎসবে। তখনই একদল শ্রোতা তাঁর উদ্দেশে তীক্ষ্ণ কটাক্ষ ছুঁড়ে বললেন, আপনি অনেকবার পাকিস্তানে এসেছেন। এবার ফিরে গিয়ে অবশ্যই বলবেন, ওঁরা ভালো মানুষ। অতিথিপরায়ণ। আমাদের ওপর কেবল বোমা ছোঁড়েন, তা নয়। ফুলের মালা আর ভালোবাসা দিয়ে অভিবাদন জানাতে অভ্যস্থ!

প্রত্যুত্তরে জাভেদের প্রতিক্রিয়া অত্যন্ত তীক্ষ্ণ। পরস্পরকে অপবাদ দেওয়া আমাদের বদলাতে হবে। পারস্পরিক নিন্দা সমস্যার সুরাহা নয়। পরিস্তিতি উত্তেজনাময়।উত্তেজনা রুখতে হবে। একথা বলেই সমালোচনার সম্মুখে দাঁড় করিয়ে দিলেন পাকিস্তানকে। বললেন, আমরা মুম্বইয়ের বাসিন্দারা মুম্বাই হামলার দুর্বিষহ পরিণতি দেখেছি। হামলাকারীরা মিশর কিংবা নরওয়ে থেকে আসেনি। পাকিস্তান সরকার তাঁদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। হামলাবাজরা এখনও পাকিস্তানে ঘুরে বেড়াচ্ছে। এইটুকু বলে জাভেদ চুপ করতেই সাহিত্য মঞ্চের প্রাঙ্গন জুড়ে মুক্ত হাততালি বেজে উঠল। শ্রোতারা জাভেদের বক্তব্যে অভিভূত। বিস্মিত।

জাভেদের এই বিবৃতি সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তাঁকে অভিনন্দন জানিয়ে উছলে উঠল অসংখ্য ফেসবুক, ইউটিউব। কেউ কেউ ছুঁড়ে দিলেন হালকা মন্তব্য। পাকিস্তানে বসেই পাকিস্তানের ওপর সার্জিকাল স্ট্রাইক জাভেদের। অভিনন্দন ভারতীয় উর্দুর দুঃসাহসী কবি!


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!