- দে । শ
- নভেম্বর ১০, ২০২৩
“রাম-সীতা ভারতের সম্পদ, জয় সিয়া রাম ভালোবাসা ও ঐক্যের প্রতীক”, বললেন জাভেদ আখতার
আজ রাম-সীতাকে নিয়ে সারা দেশ জুড়ে যে উন্মাদনা তার অন্তর্নিহিত কারণ ধর্ম ও রাজনীতিকে এক করে ফেলা। নিজেকে নাস্তিক পরিচয় দিয়ে, নিজের দুই সন্তানের পরিচয়ের জায়গায় নাস্তিক যিনি লিখতে পারেন, যিনি গান লিখে দেশ তথা বিশ্বের মানুষের মনে শ্রদ্ধার সঙ্গে অবস্থান করতে পারেন, সেই জাভেদ আখতার মনে করেন, “রাম-সীতা আমার কাছে শুধু ঈশ্বর নন, ভারতের সম্পদ।” জাভের আখতারের কথায়, ”প্রথমেই বলে রাখি আমি নাস্তিক। তবে রাম-সীতা আমার কাছে শুধু ঈশ্বর নন, ভারতের সম্পদ। রামায়ণ আমাদের ঐহিত্য। যা ভারতীয় সংস্কৃতিকে সঠিকভাবে তুলে ধরে। তাই রামায়ণ বরাবরই আমার আগ্রহের জায়গা। আমি খুব গর্বিত ছোটবেলা থেকে রামায়ণের গল্প শুনে বড় হয়েছি বলে। মনে আছে ছোটবেলায় লখনউয়ে বিত্তশালীরা সকালবেলা ঘুম থেকে উঠে গুডমর্নিং বলতেন। আর সাধারণ মানুষ বলতেন জয় সিয়া রাম। তাই জয় সিয়া রাম এদেশের সংস্কৃতি। এই কথা মাথায় রেখেই আমি এই অনুষ্ঠানে এসেছি।”
বৃহস্পতিবার মুম্বইয়ে রাজ ঠাকরের দীপোৎসব অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলিউডের এই সময়ের অন্যতম সেরা গীতিকার জাভেদ আখতার এই মন্তব্য করলেন। অনুষ্ঠানেই জাভেদ আখতার ভারতীয় সংস্কৃতির প্রসঙ্গ তুলে ধরেন এবং তার সঙ্গে তিনি রাম ও সীতার প্রসঙ্গও উল্লেখ করেন।
তবে শুধু রামায়ণের প্রসঙ্গ উল্লেখ করেই তিনি থিম থাকেননি। জাভেদ আখতার বলেছেন, ”আগে বেশ কিছু মানুষ ছিলেন অসম্ভব অসহিষ্ণু। কিন্তু হিন্দুরা তেমন ছিলেন না। হিন্দুদের মনে সব সময়ই একটা খোলা আকাশ বিরাজ করতো। সেটাই যদি নষ্ট হয়ে যায়, তাহলে তো আপনারাও অন্যদের মতো হয়ে যাবেন।”
ধর্মের সঙ্গে রাজনীতি মিলিয়ে দিয়ে এখন দেশ জুড়ে যে পরধর্ম অসহিষ্ণুতার পরিবেশ তৈরী হয়েছে সেই জায়গা থেকে জাভেদ আখতারের এই বক্তব্য সমাজের প্রতি একটা সদর্থক বার্তা। তাই জাভেদ আখতারের ভাবনার “জয় সিয়ারাম” শব্দদ্বয় ভালোবাসার, ঐক্যের প্রতীক হয়েই থাকুক।
❤ Support Us