Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ১, ২০২৩

সৌরভের প্রস্তাব প্রত্যাখ্যান করে মুম্বইয়ের দায়িত্ব নিতে চলেছেন ঝুলন

আরম্ভ ওয়েব ডেস্ক
সৌরভের প্রস্তাব প্রত্যাখ্যান করে মুম্বইয়ের দায়িত্ব নিতে চলেছেন ঝুলন

কিংবদন্তি ভারতীয় জোরে বোলার ঝুলন গোস্বামীকে আসন্ন মহিলাদের প্রিমিয়ার লিগে বোলিং কোচ ও পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। তাঁর সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করেছে এই ফ্র‌্যাঞ্চাইজি। দিল্লি ফ্র‌্যাঞ্চাইজির পক্ষ থেকেও ঝুলনকে বোলিং কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু দিল্লির প্রস্তাব প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত মুম্বইয়ের দায়িত্ব নিতে চলেছেন ঝুলন।
দিল্লির ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অফ ক্রিকেট পদে রয়েছেন সৌরভ গাঙ্গুলি। ক্রিকেট সংক্রান্ত সবকিছু তিনিই দেখাশোনা করেন। তাঁর মাধ্যমেই মহিলাদের আইপিএলে ঝুলন গোস্বামীকে বোলিং কোচ ও ভারতের মহিলা দলের প্রাক্তন হেড কোচ ডব্লুভি রামনকে কোচ করার প্রস্তাব দিয়েছিল দিল্লি। সৌরভ নিজেও আত্মবিশ্বাসীও ছিলেন তাঁদের পাওয়ার ব্যাপারে। কিন্তু সৌরভ গাঙ্গুলির প্রস্তাব ফিরিয়ে দিলেন ঝুলন গোস্বামী। আগামী মার্চেই শুরু হবে মহিলাদের প্রিমিয়ার লিগ। তাতে ঝুলন গোস্বামী খেলবেন না। তাই তাঁকে বোলিং কোচ করার প্রস্তাব দিয়েছিল দিল্লি ক্যাপিটালস।
সৌরভ গাঙ্গুলির কাছে জানতে চাওয়া হয়েছিল ঝুলন গোস্বামী দিল্লির বোলিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন কিনা। এই ব্যাপারে সৌরভ বলেন, ‘‌ঝুলনকে প্রস্তাব দেওয়া হয়েছিল ঠিকই। কিন্তু ঝুলন আমাদের প্রস্তাব গ্রহণ করেনি। সম্ভবত ও মুম্বাইয়ে যাচ্ছে। মুম্বইয়ের কোনও পদ ঝুলন গ্রহণ করবে।’‌
মুম্বই অবশ্য ঝুলনকে দিল্লির থেকেও বড় দায়িত্ব দিতে চলেছে। তাঁকে মেন্চর করার পাশাপাশি বোলিং কোচের দায়িত্বও দেওয়া হবে। ইতিমধ্যেই আমেদাবাদ মিতালি রাজকে মেন্টর হিসেবে নিযুক্ত করেছে। মিতালিকে আদানি গোষ্ঠী নিয়ে চমক দিয়েছে। এবার ঝুলন গোস্বামীকে নিয়ে চমক দেখানোর পথে আম্বানির সংস্থাও। মুম্বই গিয়ে তিনি ফ্র্যাঞ্চাইজি কর্তাদের সঙ্গে বৈঠকও সেরেছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!