- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- এপ্রিল ২৬, ২০২৩
পর্দায় জীবন্ত ‘নেপোলিয়ন’ ! তুঙ্গে দর্শকদের উচ্ছ্বাস
চিত্র: সংবাদ সংস্থা
পর্দায় নেপোলিয়নকে জীবন্ত করে তুলবেন অভিনেতা জ্যাক ফোনিক্স। কিংবদন্তী ফরাসি সম্রাটের জীবনীভিত্তিক নতুন ছবি ‘নেপোলিয়ন’-কে প্রেক্ষাগৃহে আনতে চলেছেন প্রখ্যাত প্রযোজক রিডলে স্কট। আগামী নভেম্বরে মুক্তি পাবে ছবি।
ইউরোপ তথা বিশ্ব ইতিহাসে যে কজন যুগান্তকারী চরিত্র রয়েছেন নেপোলিয়ন বোনাপার্ট তার মধ্যে অন্যতম। একজন সেনানায়ক থেকে ফ্রান্সের সম্রাট পদে আসীন হওয়া– হার মানায় রূপকথাকে। সেই রূপকথা এবার জায়গা পাবে রূপোলি পর্দায়। নেপোলিয়নের ব্যক্তিগত জীবন, স্ত্রী জোসেফাইনের সঙ্গে তাঁর সম্পর্ক, মহাদেশের বিভিন্ন রণাঙ্গনে সেনানায়কের সাফল্য ও ব্যর্থতা–সবই প্রেক্ষাগৃহের সীমিত সময়ে দেখতে পাবেন দর্শকরা।
অভিনেতা হিসেবে জ্যাক ইতিপূর্বে জোকার চরিত্রে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। জোসেফাইনের চরিত্রে অভিনয় করছেন ভানেসসা কিরবি। তিনি প্রতিষ্ঠিত অভিনেত্রী। টিভি ও সিনেমায় তাঁর কাজ প্রশংসিত। এরকম এক ঐতিহাসিক ছবিতে দুজনে আগে কখনও একসঙ্গে কাজ করেনি। তাই তাঁদের রসায়ন ছবির অন্যতম আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলে মনে করছেন ফিল্ম বিশেষজ্ঞরা।
সম্প্রতি সিনেমার একটি লুক প্রকাশ্যে এসেছে। যেখানে অস্ট্রিয়ার রণাঙ্গনে প্রতিকূল পরিস্থিতিতে যুদ্ধরত নেপোলিয়নকে দেখা যাচ্ছে । দর্শকরা নতুন ছবি ঘিরে অত্যন্ত উচ্ছ্বসিত। সমাজমাধ্যমে তার প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই প্রথম দিনে প্রেক্ষাগৃহের টিকিট বুক করে রাখার ইচ্ছা প্রকাশ করেছেন। যার মধ্যে রয়েছেন নবীন প্রজন্মের অনেক তরুণ-তরুণী। ‘ম্যান অফ ডেসিটিনি’-কে নিয়ে নেট নাগরিকদের উৎসাহ তুঙ্গে।
❤ Support Us








