Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ১৯, ২০২৩

তথ্যসূত্র জানাতে বাধ্য সাংবাদিকরা! সিবিআই আদালতের নির্দেশ নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞ মহলে

আরম্ভ ওয়েব ডেস্ক
তথ্যসূত্র জানাতে বাধ্য সাংবাদিকরা! সিবিআই  আদালতের নির্দেশ নিয়ে  প্রশ্ন বিশেষজ্ঞ মহলে

সাংবাদিকদের তাঁদের তথ্যসূত্র তদন্তকারী সংস্থাকে জানাতে হবে। বুধবার একটি মামলা চলাকালে এমনই নির্দেশ দিল সিবিআই এর বিশেষ আদালত।

বুধবার নয়া দিল্লির সিবিআই এর বিশেষ আদালতে একটি মামলার শুনানি ছিল। ২০০৯ সালের মামলা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব ও তাঁর পরিবারকে কাঠগড়ায় তোলা হয়েছিল আয়ের সঙ্গে সামনঞ্জস্যহীন সম্পত্তি রাখার অভিযোগে। শুনানি হওয়ার কথা ছিল ১০ ফেব্রুয়ারি। কিন্তু তাঁর আগের দিন সংবাদ পত্রে সেই সংক্রান্ত একটি খবর ছাপা হয়। দূরদর্শনের পর্দাতেও সম্প্রচারিত হয় সেই সংবাদ। পরে জানা যায় যে সাংবাদিক ভুয়ো তথ্য প্রমাণের ভিত্তিতে ওই সংবাদ তৈরি করেছিলেন। এ ব্যাপারে তদন্ত শুরু হলে সাংবাদিক জানান যে কোথা থেকে তিনি এই মামলা সংক্রান্ত তথ্য পেয়েছেন তা তিনি জানাতে পারবেন না। তদন্ত প্রক্রিয়া ওখানেই থেমে যায়।

রাউস অ্যাভিনিউ জেলা আদালতের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অঞ্জলি মহাজন এদিন ক্লোজার রিপোর্টটি বাতিল করে দিয়েছেন। পাশাপাশি দিয়েছেন পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ। এদিন তিনি বলেন যে তদন্ত প্রক্রিয়াকে অব্যাহত রাখতে সাংবাদিককে তাঁর তথ্য সূত্র কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানাতে হবে। তিনি তা গোপন রাখতে পারেন না। ২০০৯ সালে যখন এই খবরটি প্রকাশিত হয় তখন কীসের ভিত্তিতে খবর তৈরি করা হয়েছিল তা জানাতে বাধ্য থাকবেন সংশ্লিষ্ট সাংবাদিক। স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর এই রায় এক বড় আঘাত বলেই মত জানিয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।  এই রায়ের ফলে পুলিশ সাংবাদিকের কাজে সহজেই হস্তক্ষেপ করতে পারবে বলে মনে করছেন তাঁরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!