Advertisement
  • এই মুহূর্তে
  • এপ্রিল ১৩, ২০২২

ধর্ষণের প্রতিবাদীরা ‘নপুংসক’, আলটপকা মন্তব্য করে বিতর্কে জড়ালেন কবীর সুমন ।

আরম্ভ ওয়েব ডেস্ক
ধর্ষণের প্রতিবাদীরা ‘নপুংসক’, আলটপকা  মন্তব্য করে বিতর্কে জড়ালেন কবীর সুমন ।

রাজ্যজুড়ে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। আর তা নিয়ে ফুঁসছে গোটা বাংলা। বিক্ষোভ, প্রতিবাদ মিছিলে পা মেলাচ্ছেন বিরোধী দলের কর্মী-সমর্থকরা। এই পরিস্থিতিতেই ধর্ষণের প্রতিবাদীদের বিরুদ্ধেই সুর চড়ালেন কবীর সুমন। তাঁদের ‘নপুংসক’ বলে কটাক্ষ করলেন তিনি।বুধবার কবীর সুমন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। ওই পোস্টেই তিনি লেখেন, ‘শুরু হয়ে গেছে ফোনে নপুংসকদের আক্রমণ। গলার আওয়াজ আর কথা শুনেই বোঝা যায় চাড্ডি+মাকু। পারফেক্ট ক্লোন। ব্লক করতে করতে ক্লান্ত। ‘

স্বাভাবিকভাবেই তাঁর পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় । কারণ, একে তো তিনি নিজে ধর্ষণের প্রতিবাদ করেননি। তার উপর যাঁরা ধর্ষণের প্রতিবাদ করছেন তাঁদেরই কড়া সমালোচনা করেছেন সুমন । নেটিজেনরা সংগীত শিল্পীর বিরুদ্ধে বেজায় চটেছে। তবে কাউকেই ছেড়ে কথা বলতে নারাজ কবীর সুমন। কমেন্ট বক্সেও নেটিজেনদের পালটা জবাব দিয়েছেন। একজন নেটিজেনকে ‘রাজনীতিসচেতন বঙ্গমধ্যবিত্ত…’ বলেও জবাব দিয়েছেন সুমন ।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!