- দিন-দুনিয়া বৈষয়িক
- সেপ্টেম্বর ৫, ২০২২
কাবুলে রুশ দূতাবাসের সামনে আত্মঘাতী বোমা। ২ কূটনীতিকসহ নিহত ২০।
আফগানিস্তানে আবার ভয়াবহ বিস্ফোরন। কাবুলে রুশ দূতাবাসের সামনে আত্মঘাতী বোমায় প্রাণ হারালেন রাশিয়ার ২ কূটনীতিক্সহ ২০।

চিত্র সংগৃহীত
আফগানিস্তানে আবার ভয়াবহ বিস্ফোরন। কাবুলে রুশ দূতাবাসের সামনে আত্মঘাতী বোমায় প্রাণ হারালেন রাশিয়ার ২ কূটনীতিক সহ ২০।
এ খবর জানিয়েছে আফগানিস্তানের সরকারি সংবাদ মাধ্যম। হেরাত প্রদেশের মসজিদে দিন কয়েক আগে বিস্ফোরণে নিহত হন ধর্মীয় তাত্ত্বিক সহ ২৫ জন। তালেবান ক্ষমতায় আসার পর কূটনৈতিক হত্যায় এই প্রথম রাশিয়া নতুন তালেবান প্রশাসনকে পরোক্ষে সমর্থন করেছিল। কিন্তু রাষ্ট্রীয় স্বীকৃতি ব্যক্ত করেনি। তালেবানের একাংশ ইউক্রেনের হয়ে লড়ছে। সংখ্যায় তাঁরা অল্প।
আফগানিস্তানে পর পর বিস্ফোরণ, মসজিদে গণহত্যা প্রমান করছে, বিদেশি জঙ্গিরা নিকাশ হয়নি। আফগান ভূখন্ড ছাড়েনি। সংশয়াচ্ছন্ন তালেবান প্রশাসনকে মাথা নোয়াতে বাধ্য করবে। চাইবে, ধর্মীয় অনুশাসিত বিকল্প সরকার।
❤ Support Us