Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ২৪, ২০২৪

সুপার কাপের সেমিফাইনালে আজ সামনে জামশেদপুর, ৯০ মিনিটেই ম্যাচ শেষ করতে চান কুয়াদ্রাত

আরম্ভ ওয়েব ডেস্ক
সুপার কাপের সেমিফাইনালে আজ সামনে জামশেদপুর, ৯০ মিনিটেই ম্যাচ শেষ করতে চান কুয়াদ্রাত

ডার্বি জেতার পর ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত আবেগে ভেসে যাননি। বাস্তবের মাটিতেই পা রেখে বলেছিলেন, কাজ শেষ হয়নি। সত্যিই তাঁর কাজ এখনও শেষ হয়নি। যতক্ষণ না ভুবনেশ্বর থেকে সুপার কাপ নিয়ে কলকাতায় না ফিরবেন, কাজ শেষ হবে না। লক্ষ্য পূরণে আর মাত্র দুটি ধাপ বাকি। আজ সেমিফাইনালে সামনে জামশেদপুর এফসি।
সেমিফাইনালে জামশেদপুর এফসি–র বিরুদ্ধে মাঠে নামার আগে অবশ্য স্বস্তিতে নেই লালহলুদ কোচ। কুয়াদ্রাতকে ভাবাচ্ছে কার্ড সমস্যা। গ্রুপ লিগের শেষ ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে হলুদ কার্ড দেখায় সেমিফাইনালে খেলতে পারবেন না বোরহা হেরেরা। দলের ওই নির্ভরযোগ্য মিডফিল্ডারকে সেমিফাইনালে না পাওয়ার জন্য রেফারির দিকেই অভিযোগের আঙুল লালহলুদ কোচের।
জামশেদপুর এফসি–র বিরুদ্ধে মাঠে নামার আগে কুয়াদ্রাত বলেন, ‘কার্ড সমস্যার জন্য বোরহা সেমিফাইনালে খেলতে পারবেন না। খারাপ রেফারিংয়ের জন্যই ওকে মোহনবাগানের বিরুদ্ধে কার্ড দেখতে হয়েছে। একটা ফাউলের জন্য আমাদের তিনজন ফুটবলারকে কার্ড দেখানো হয়েছিল। এর কোনও যুক্তি খুঁজে পাইনি। সেমিফাইনালে আমাদের ৫ বিদেশি নিয়ে খেলতে হবে। বোরহা খেলতে না পারলেও বাকিরা আছে। তাদের নিয়েই আমাদের জিততে হবে। ফুটবল দলগত খেলা। আশা করছি সমস্যা হবে না।’‌ ‌
রিজার্ভ বেঞ্চই কার্লেস কুয়াদ্রাতের কাছে বড় অস্ত্র। চলতি মরশুমে রিজার্ভ বেঞ্চকে দারুণভাবে তৈরি করেছেন। তরুণ ফুটবলারদের সুযোগ দিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছেন। বোরহার অভাব মেটানোর অস্ত্র মজুত লালহলুদ কোচের কাছে। তবে জামশেদপুর এফসি–র বিরুদ্ধে ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া কুয়াদ্রাত। তিনি বলেন, ‘‌ধারাবাহিকতা ধরে রাখাটা জরুরি। আগে এটা ছিল না। মুম্বই, বেঙ্গালুরুর মতো দলকে হারিয়েও পরের ম্যাচে হারতে হয়েছে। এখন অবশ্য সেই পরিস্থিতি থেকে দলকে বার করে নিয়ে আসতে পেরেছি।’‌
গ্রুপ লিগে তিনটি ম্যাচেই জয় এসেছে। রক্ষণ দারুণ খেলছে। স্ট্রাইকাররাও গোলের মধ্যে রয়েছেন। সেমিফাইনালেও ক্লেইটন সিলভার দিকেই তাকিয়ে কুয়াদ্রাত। জামশেদপুর এফসি–র বিরুদ্ধে ৯০ মিনিটেই ম্যাচ শেষ করতে চান। কুয়াদ্রাত বলেন, ‘‌গ্রুপ লিগের তিনটি ম্যাচেই আমরা জিতেছি। সেমিফাইনালেও তেমনই লক্ষ্য। গ্রুপ লিগে বিপক্ষকে কিন্তু আমরা তেমন সুযোগ দিইনি। সেমিফাইনালেও এই ছন্দ বজায় রাখতে হবে।’‌ দল ছন্দে থাকলেও জামশেদপুর এফসি–কে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন কুয়াদ্রাত। বিপক্ষ সম্পর্কে তিনি বলেন, ‘‌খালিদ জামিল ভারতীয় ফুটবলে যথেষ্ট পরিচিত নাম। ওর কোচিংয়ে জামশেদপুর ভাল খেলছে। সেমিফাইনাল সব সময়ই কঠিন লড়াই। দুই দলই জয়ের জন্য খেলবে। সুযোগ তৈরি করলেই হবে না একইসঙ্গে তা কাজে লাগাতে হবে। মোহনবাগানকে হারিয়ে মানসিক ভাবে আমরা এখন অনেকটাই চাঙ্গা।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!