Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ৯, ২০২৪

‌সমস্যা নিয়েই আজ কলিঙ্গ সুপার কাপে নামছে ইস্টবেঙ্গল, মোহনবাগান

আরম্ভ ওয়েব ডেস্ক
‌সমস্যা নিয়েই আজ কলিঙ্গ সুপার কাপে নামছে ইস্টবেঙ্গল, মোহনবাগান

আজ কলিঙ্গ সুপার কাপে মাঠে নামছে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টস। গ্রুপ লিগে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ হায়দ্রাবাদ এফসি–র বিরুদ্ধে। অন্যদিকে, মোহনবাগান সুপার জায়ান্টস প্রথম ম্যাচে মাঠে নামবে ডেকান এফসি–র বিরুদ্ধে।
ভিন্ন পরিস্থিতিতে আজ মাঠে নামছে কলকাতার দুই প্রধান। ইস্টবেঙ্গল যেমন আইএসএলে শেষ কয়েকটা ম্যাচে ভাল খেলে আত্মবিশ্বাস নিয়েই সুপার কাপ অভিযান শুরু করছে। অন্যদিকে, একগুচ্ছ সমস্যা নিয়ে মাঠে নামতে হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টসকে। চোট–আঘাতের পাশাপাশি এএফসি এশিয়ান কাপের জন্য বেশ কয়েকজন ফুটবলার জাতীয় শিবিরে। ফলে মোহনবাগানের শক্তি অনেকটাই কমে গেছে। দুর্বল দল নিয়েই নামতে হচ্ছে মোহনবাগানকে। এছাড়া ভিসা সমস্যার জন্য এখনও ভারতে এসে পৌঁছতে পারেননি নতুন কোচ আন্তোনিও লোপেজ হাবাস।
সাম্প্রতিক খুব একটা ভাল ছন্দে নেই মোহনবাগান সুপার জায়ান্টস। এএফসি কাপ এবং আইএসএল মিলিয়ে শেষ ১১ ম্যাচে মাত্র ৩টিতে জয় এসেছে। এই পরিস্থিতিতে সবুজ মেরুন শিবিরের লক্ষ্য সুপার কাপ জিতে দলের মনোবল বাড়ানো। জাতীয় দলের হয়ে মোহনবাগানের ৭ জন ফুটবলার খেলতে গেছেন। আশিক কুরুনিয়ান ও আনোয়ার আলি চোটের তালিকায়। সম্প্রতি চোট পেয়েছেন লালরিনলিয়ানা হামতে। এই পরিস্থিতিতে বিদেশিরাই ভরসা মোহনবাগানের। একটাই স্বস্তি, কলিঙ্গ সুপার কাপে প্রথম একাদশে ৬ জন বিদেশিকে খেলানো যাবে। হাবাস এসে না পৌঁছনোয় ক্লিফোর্ড মিরান্ডায় কোচের দায়িত্ব সামলাবেন। তবে হাবাসের পরামর্শ মতোই দলকে পরিচালনা করবেন মিরান্ডা।
অন্যদিকে, শেষ কয়েকটা ম্যাচে ভাল পারফরমেন্স করলেও ইস্টবেঙ্গলের সামনেও কিন্তু সমস্যা থেকেই গেছে। ডিফেন্সের অন্যতম ভরসা লালচুংনুঙ্গা জাতীয় শিবিরে। মহেশ সিংও জাতীয় শিবিরে। হরমনজোত খাবরার চোট রয়েছে। নতুন করে চোটের তালিকায় মন্দার রাও দেশাই। প্রথম ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। ফলে সমস্যা নিয়েই মাঠে নামতে হবে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতকে। গোল করার লোকের অভাবও ভাবাচ্ছে তাঁকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!