- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- মে ১৪, ২০২৪
দুই বাংলার যৌথ উদ্যোগে বড়ো পর্দায় ‘বিদ্রোহী কবি’। নামভূমিকায় কিঞ্জল

প্রেক্ষাগৃহের পর্দায় এবার জীবন্ত হতে চলেছেন বাঙালির সঙ্গীত ও সাহিত্য জীবনের আরেক ‘আইকন’ কাজী নজরুল ইসলাম। তৈরি হচ্ছে তাঁর জীবন নিয়ে ছবি, অর্থাৎ বায়োপিক। পরিচালক আবদুল আলিমের নির্দেশনায় এই বায়পিকে ‘বিদ্রোহী’ কবির ভূমিকায় অভিনয় করছেন টলিপাড়ায় এই প্রজন্মের পরিচিত মুখ কিঞ্জল নন্দ।
বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন একদা মঞ্চ থেকে উঠে আসা অভিনেতা কিঞ্জল। এর আগে ‘হিরালাল’ ছবিতে নামভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।’৮/১২ বিনয় বাদল দীনেশ’ ছবিতে বিপ্লবী বিনয় বসুর চরিত্রেও অভিনয় করেছেন।
আদতে ডাক্তার কিঞ্জল তাঁর এই নতুন ভূমিকায় অভিনয় নিয়ে যারপরনাই আনন্দিত। এ প্রসঙ্গে কিঞ্জল অভিনেতা সংবাদ মাধ্যমে বলেন, ‘প্রথমে ছবির চিত্রনাট্য পড়ে দেখি আমি। চরিত্রটাই খুব চ্যালেঞ্জিং। যার নাম শুনে বড়ো হয়েছি, তাকে নিয়ে এমন একটা ছবি হচ্ছে, যার কেন্দ্রীয় চরিত্রে আমি, এটা ভাবতেই কেমন লাগছে ! এটুকু বলতে পারি, আমরা নজরুল সম্পর্কে যেটুকু জানি, তার থেকে অনেক বেশি কিছু আছে এই ছবিতে।’ পরিচালকের নির্দেশে শুরু করেছেন বিভিন্ন বইপত্র পড়ে নিজেকে তৈরি করতে। তাঁর চরিত্রটি ফুটিয়ে তুলতে প্রস্থেটিক মেক আপের সাহায্য নেওয়া হবে বলে জানা যাচ্ছে। এই অসাধ্য সাধনের দায়িত্ব নিয়েছেন শিল্পী সোমনাথ কুণ্ডু। চিত্রনাট্য তৈরি করছেন সৌগত বসু। সম্পাদনায় থাকছেন অর্ঘ্যকমল মিত্র।
ভারত বাংলাদেশ যৌথ উদ্যোগের এই সিনেমায় অভিনয় করছেন আরও অনেক পরিচিত মুখ। ফজলুল হকের চরিত্রে দেখা যাবে অভিনেতা খরাজ মুখোপাধ্যায়কে। বিরজাসুন্দরী দেবীর চরিত্রে থাকছেন কাঞ্চনা মৈত্র। আলি আকবর খান হচ্ছেন বাংলাদেশের ফজলুর রহমান বাবু। শান্তিলাল মুখোপাধ্যায়কে দেখা যাবে সজনীকান্ত দাসের চরিত্রে। তবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে কে অভিনয় করবেন সে বিষয়ে কোনো খবর এখনও পাওয়া যায়নি। তবে জানা যাচ্ছে নির্দেশকের পছন্দের তালিকায় আছেন দুজন বর্ষীয়ান অভিনেতা- রঞ্জিত মল্লিক এবং চিরঞ্জিত চক্রবর্তী।এছাড়াও কাজ করছেন দুই বাংলার আরও অনেক শিল্পীরা।
তবে সিনেমা যখন কাজী নজরুল ইসলামকে নিয়ে, সেখানে সঙ্গীত থাকবেনা এমন হতেই পারেনা। সঙ্গীত পরিচালনায় থাকছেন বিখ্যাত সুরকার জয় সরকার।প্রযোজনায় জেবি প্রোডাকশন। ছবির নাম এখনও পর্যন্ত ‘কাজী নজরুল ইসলাম’ রাখা হবে বলেই জানা যাচ্ছে। এখন দেখার, পরিচালক আবদুল আলিম কাজী নজরুলের মতো বর্ণময় প্রতিভাকে পর্দায় কতখানি সফল ভাবে তুলে ধরতে পারেন ।
❤ Support Us