- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মে ৮, ২০২৩
বিসিসিআইএর ঘোষণা, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে লোকেশের পরিবর্তে দলে ঈশান

চোটের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে ছিটকে গেছেন লোকেশ রাহুল। তাঁর পরিবর্তে কাকে দলে নেওয়া হবে, তা নিয়ে বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল। বেশ কয়েকটা নাম ঘোরাফেরা করছিল। শেষ পর্যন্ত উইকেটকিপার ব্যাটার ঈশান কিশানকেই লোকেশ রাহুলের বিকল্প হিসেবে বেছে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। সোমবার ঈশান কিশানের নাম সরকারিভাবে ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
সোমবার বিকেলে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আইপিএলে চোট পাওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলতে পারবেন না লোকেশ রাহুল। তাঁর অস্ত্রোপচার হবে। তাঁর পরিবর্তে ঈশান কিশানকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য দলে নেওয়া হয়েছে।’ জয়দেব উনাদকাট ও উমেশ যাদবেরও হালকা চোট রয়েছে। উনাদকাট এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে রয়েছেন। শেষ মুহূর্তে তাঁর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। উমেশ যাদবের চোটের ব্যাপারে কলকাতা নাইট রাইডার্সের মেডিকেল টিমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বোর্ডের চিকিৎসকরা। তাঁকে নিয়েও অনিশ্চয়তা রয়েছে। প্রয়োজনে তাঁকেও রিহ্যাবের জন্য জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হবে।
লোকেশ রাহুলের পরিবর্ত হিসেবে সূর্যকুমার যাদব, মায়াঙ্ক আগরওয়াল, ঋদ্ধিমান সাহাদের নাম উঠে আসছিল। কিন্তু শেষ পর্যন্ত ঈশান কিশানকে বেছে নিলেন নির্বাচকরা। বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও অজিঙ্কা রাহানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দলে জায়গা পেয়েছেন। অনেকেই মনে করছিল, দলে যেহেতু বিকল্প উইকেটকিপার নেই, তাই ঋদ্ধিমান সাহাকে দলে নেওয়া হতে পারে। কিন্তু তাঁর ভাগ্য সহায় হল না। ঈশান কিশানের ব্যাটিংয়ের কথা ভেবেই তাঁকে সুযোগ দেওয়া হয়েছে।
❤ Support Us