Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ২৮, ২০২৪

‌রাহুলের চোট নিয়ে ধোঁয়াশা, যাচ্ছেন লন্ডন, ধরমশালা টেস্টেও অনিশ্চিত

আরম্ভ ওয়েব ডেস্ক
‌রাহুলের চোট নিয়ে ধোঁয়াশা, যাচ্ছেন লন্ডন, ধরমশালা টেস্টেও অনিশ্চিত

লোকেশ রাহুলকে নিয়ে ক্রমশ অস্বস্তি বাড়ছে ভারতীয় দলে। ইংল্যান্ডের বিরুদ্ধে হায়দরাবাদে প্রথম টেস্টে খেলেছিলেন। তারপর থেকে চোটের জন্য মাঠের বাইরে। রাজকোটে তৃতীয় টেস্টের দল ঘোষণা করার সময় রাহুলকে দলে রেখেছিলেন নির্বাচকরা। কিন্তু পুরো ফিট হতে না পারায় খেলতে পারেননি। রাঁচি টেস্ট থেকেও ছিটকে যান। এবার ধরমশালা টেস্টেও তাঁর খেলা নিয়ে চরম অনিশ্চয়তা রয়েছে।
গত বছর ডান হাতের কোয়াড্রিসেপ্সে অস্ত্রোপচার হয়েছিল রাহুলের। আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন। পরে পুরো ফিট হয়ে মাঠে ফেরেন। হায়দরাবাদ টেস্ট থেকেই আবার ডান হাতের কোয়াড্রিসেপ্সের চোট ভোগাচ্ছে রাহুলকে। ব্যাট করতে গেলেই ব্যাথা লাগছে। তাঁর চোটের ব্যাপারে সঠিক ধারণা করতে পারছেন না ভারতীয় ক্রিকেট বোর্ডের চিকিৎসকরা।
এই পরিস্থিতিতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে লন্ডন যাচ্ছেন লোকেশ রাহুল। তাঁকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। সামনেই আইপিএল। তারপর টি২০ বিশ্বকাপ। টি২০ বিশ্বকাপে টিম ম্যানেজমেন্টের র‌্যাডারে রয়েছেন তিনি। এছাড়া গোটা মরশুম ধরে প্রচুর ক্রিকেট রয়েছে। বোর্ড চায়, রাহুলকে পুরোপুরি ফিট করে মাঠে নামাতে। আগামী ২ মার্চ তাঁর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড।
লোকেশ রাহুল খেলতে না পারলে রজত পতিদার আরও একটা সুযোগ পেতে পারেন। বোর্ড প্রথমে ভেবেছিল রজতকে মধ্যপ্রদেশের হয়ে রনজি খেলার জন্য ছেড়ে দেওয়া হবে। আপাতত সে পরিকল্পনা স্থগিত। তবে লোকেশ রাহুল খেলতে না পারলে রজতের সঙ্গে লড়াইয়ে রয়েছেন দেবদত্ত পাড়িক্কলও। বিশ্রাম কাটিয়ে ধরমশালা টেস্টে ফিরছেন যশপ্রীত বুমরা। ধরমশালায় তিন জোরে বোলার নিয়ে মাঠে নামতে পারে ভারত। সেক্ষেত্রে বুমরার সঙ্গে খেলানো হবে মহম্মদ সিরাজ ও আকাশ দীপকেও। বাদ যেতে পারেন কুলদীপ যাদব।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!