Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র প্রচ্ছদ রচনা
  • ডিসেম্বর ৫, ২০২৩

সলমন খানের হাত ধরেই শুরু হল ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, শিল্পীদের কাছে টেনে নিলেন প্রিয় দিদির !

আরম্ভ ওয়েব ডেস্ক
সলমন খানের হাত ধরেই শুরু হল ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, শিল্পীদের কাছে টেনে নিলেন প্রিয় দিদির !

২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হল সলমন খানের হাতে। এবারের চলচ্চিত্র উৎসবে নেই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় শাহরুখ খান এবং বলিউড বাদশা বিগ বি বা অমিতাভ বচ্চন। এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন সলমন খান। মঙ্গলবার প্রদীপ জ্বালিয়ে চলচ্চিত্র উৎসবের সূচনা করলেন সলমন খান। তাঁর পাশে ছিলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা।

চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঠিক যেন চাঁদের হাট বসে ছিল। বলিউডের একঝাঁক তারকা হাজির ছিলেন দিদির ডাকে। অন্যদিকে গোটা টলিউড তারকারাও সমবেত হয়েছিলেন এই উৎসব উদযাপনে। বিশেষ অতিথির তালিকায় সলমন-সোনাক্ষীর পাশে ছিলেন অনিল কাপুর, মহেশ ভাট, তিগমাংশু ধুলিয়া, শত্রঘ্ন সিনহা, পালেভ লুঙ্গিন, অ্যাঞ্জেলা, লরেন্স কার্ডিস প্রমুখেরা।

টলিউডের সকলেই পৌঁছেছেন চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে। বলিউড তারকাদের পাশাপাশি এদিন টলিগঞ্জের বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়দেরও সম্বর্ধনা জানানো হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে। উঠে দাঁড়িয়ে সকলে কুর্নিশ জানালো দুই সিনিয়র অভিনেত্রীকে। তাঁদের বুকে টেনে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কালো শার্ট-ব্লেজারে মঞ্চে দেখা গেল ভাইজানকে। গোলাপি রঙের পোশাকে মঞ্চ আলো করে ছিলেন সোনাক্ষী। এইবারের চলচ্চিত্র উৎসবে মোট ৩৯টি দেশের এবং ২১৯টি ছবি প্রদর্শিত হবে শহরের ২৩টি প্রেক্ষাগৃহে।

এবারের উদ্বোধনী অনুষ্ঠানের থালি গার্ল ছিলেন কৌশানি মুখোপাধ্যায়। সঞ্চালনার দায়িত্বে জুন মালিয়া ও চূর্ণী গঙ্গোপাধ্যায়। এদিন রাজ্য সঙ্গীত “বাংলার মাটি বাংলার জল গান” গেয়ে শুরু হল অনুষ্ঠান।

এবারের উৎসবের ফোকাস কান্ট্রি- স্পেন। উৎসবে শতবর্ষের শ্রদ্ধার্ঘ্য জানানো হবে মৃণাল সেন, দেব আনন্দকে। “সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা” দেবেন লরেন্স কার্দিশ।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এইবারই “বেঙ্গলি প্যানোরামা” বিভাগের ছবি প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। এবারও উৎসবের চেয়ারম্যান পদে রয়েছেন রাজ চক্রবর্তী। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে এদিন বিশ্বের নানান প্রান্তের নির্মাতা-নির্দেশক এবং সিনেমাপ্রেমীদের ছবি উৎসবে স্বাগত জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!