Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ১৯, ২০২৪

‌যাবতীয় জল্পনার অবসান, ৫ বছরের চুক্তিতে রিয়েলে যাচ্ছেন এমবাপে

আরম্ভ ওয়েব ডেস্ক
‌যাবতীয় জল্পনার অবসান, ৫ বছরের চুক্তিতে রিয়েলে যাচ্ছেন এমবাপে

গত বেশ কয়েকদিন ধরে কিলিয়ান এমবাপের দলবদল নিয়ে জল্পনা চলছিল। শোনা যাচ্ছিল মরশুম শেষ হওয়ার পর পিএসজি ছেড়ে তিনি রিয়েল মাদ্রিদে যোগ দিতে পারেন। অবশেষে যাবতীয় জল্পনার অবসান। প্যারিস ছাড়ছেন এমবাপে। ৫ বছরের চুক্তিতে রিয়েল মাদ্রিদে যাচ্ছেন এই ফরাসি তারকা।

এমবাপেকে দলে নেওয়ার ব্যাপারে রিয়েল মাদ্রিদের সঙ্গে লড়াইয়ে ছিল ম্যানচেস্টার সিটি, লিভারপু‌লের মতো দলগু‌লি। সবাইকে পেছনে ফেলে বাজিমাত রিয়েল মাদ্রিদের। তবে এমবাপেকে দলে নিতে কোনও ট্রান্সফার ফি দিতে হচ্ছে না স্পেনের ক্লাবটিকে। কারণ, এই মরশুমে পিএসজি–র সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে এমবাপের। ফ্রি ফুটবলার হিসেবে তিনি রিয়েলে যাচ্ছেন।

৫ বছরে সব মিলিয়ে এমবাপের পেছনে রিয়েলে খরচ হবে ৫০ কোটি ইউরো। গত দু’‌মরশুম পিএসজি–তে তিনি যে বেতন পেতেন সেই একই অঙ্কের বেতন পাবেন রিয়েলেও। ফরাসি তারকাই হতে চলেছেন রিয়েলের সবথেকে দামি ফুটবলার। সব মিলিয়ে যে ৫০ কোটি ইউরো খরচ হবে, এর মধ্যে ১ কোটি ২৮ লাখ ইউরো রিয়াল নগদ খরচ করবে। আর ঋণ করবে ২ কোটি ৬৫ লাখ ইউরো।

রিয়েল মাদ্রিদে অবশ্য পছন্দের ৭ নম্বর জার্সি পাচ্ছেন না এমবাপে। কারণ, এই মুহূর্তে রিয়েলের ৭ নম্বর জার্সি পরছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। সম্ভবত ১০ নম্বর জার্সি গায়ে চাপাবেন এমবাপে। যে জার্সি রিয়েলে একসময় গায়ে চাপিয়েছিলেন ফেরেঙ্ক পুসকাস, জিনেদিন জিদানের মতো কিংবদন্তীরা। এখন পরেন লুকা মদরিচ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!