- মা | ঠে-ম | য় | দা | নে
- জুলাই ৪, ২০২৪
ভারতকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি তৈরি করেছে পাকিস্তান, দুই দলের মেগা ম্যাচ ১ মার্চ

পাকিস্তানে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তা সত্ত্বেও ভারতকে রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বিন্যাস করে ফেলল আয়োজক পাকিস্তান। একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। সম্ভাব্য সূচিতে গ্রুপ লিগে ১ মার্চ লাহোরে মুখোমুখি হবে এই দুই দল।
সংবাদ সংস্থা পিটিআই–য়ের এক প্রতিবেদনে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বিন্যাস প্রকাশ্যে এসেছে। তাতে ৮টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ‘বি’ রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, আফগানিস্তান। টি২০ বিশ্বকাপ ফাইনাল দেখার জন্য বার্বাডোজে আমন্ত্রিত ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। সেখানেই তিনি আইসিসি–র কাছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি জমা দিয়েছেন।
খসড়া সূচিতে অনুযায়ী প্রতিযোগিতা শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। করাচিতে হবে উদ্বোধনী ম্যাচ। ৯ মার্চ ফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরে। দুটি সেমিফাইনাল হবে করাচি ও রাওয়ালপিন্ডিতে। প্রতিযোগিতায় মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে লাহোরে হবে ৭টি ম্যাচ, রাওয়ালপিন্ডিতে ৫টি ও করাচিতে ৩টি। ভারতের সব ম্যাচ লাহোরে রাখা হয়েছে। নিরাপত্তার কথা ভেবেই গ্রুপ লিগে লাহোর থেকে ভারতকে অন্য কোনও জায়গায় নিয়ে যেতে চায় না আয়োজক পাকিস্তান। তবে সেমিফাইনালে উঠলে রাওয়ালপিন্ডি কিংবা করাচিতে যেতে হবে পারে।
এখন দেখার পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যায় কিনা ভারত। সবকিছুই নির্ভর করছে ভারত সরকারের সবুজ সংকেতের ওপর। এর আগে ২০২৩ সালে এশিয়া কাপ খেলতে পাকিস্তান যায়নি ভারত। হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রেও এইরকম কোনও পরিস্থিতি তৈরি হয় কিনা এখন সেটাই দেখার। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি সে দেশ থেকে সরানোর ব্যাপারটা মেনে নেবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারত বাদে বাকি সব দেশের ক্রিকেট বোর্ড কর্তারা পাকিস্তানে খেলতে যাওয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছে।
❤ Support Us