Advertisement
  • এই মুহূর্তে ভা | ই | রা | ল
  • জানুয়ারি ১০, ২০২৫

ইনফোসিসের নতুন কর্মী লেপার্ড, সোশ্যাল মিডিয়ার মিমের বন্যা

আরম্ভ ওয়েব ডেস্ক
ইনফোসিসের নতুন কর্মী লেপার্ড, সোশ্যাল মিডিয়ার মিমের বন্যা

ইনফোসিস ক্যাম্পাসে লেপার্ড, তার সঙ্গে চেয়ারম্যান নারায়ণ মুর্তির সপ্তাহে ৭০ ঘন্টা কাজও করবার মন্তব্যের জুড়ে মিমের বন্যা সোশ্যাল মিডিয়ায় ।

বর্ষশেষে চমকে উঠেছিল ইনফোসিসের কর্মীরা। অফিস ক্যাম্পাসের মধ্যে ঘুরে বেড়াচ্ছে প্রাপ্ত বয়স্ক লেপার্ড। ‘ছুটির দিন’ ছাড়া যে এলাকা প্রায় ২৪ ঘণ্টাই গমগম করে কর্মীদের ভিড়ে, সেখানেই কি না লেপার্ডের ঘোরাঘুরি ! টেক-সংস্থার কর্মীদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়ায় । লেপার্ড ধরতে আসরে নেমে পড়েন বনকর্মীরা, কিন্তু তাকে ধরা যায় নি। লেপার্ড অন্য মুডে, ক্যাম্পাস ছেড়ে যেতে সে রাজি নয়। কর্মীদের নিরাপত্তায় ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ দেয় সংস্থা।

এই নিয়েই আপাতত ‘মিম ফেস্টে’ মজে রয়েছে সোশ্যাল মিডিয়া জগৎ। কর্মক্ষেত্রের সংস্কৃতির সঙ্গে লেপার্ডের আনাগোনা মিলিয়ে মজার সব পোস্ট ও মিম ছড়িয়ে পড়েছে। একজন লিখছেন,একমাত্র লেপার্ড ইনফোসিসের কর্মীদের ‘ওয়ার্ক ফর্ম হোম’ দিতে পারে।’ অন্য একজনের পোস্টে দেখা যাচ্ছে অফিসের ভিতর বাঘের সাথে নারায়ণ মুর্তির ছবি, তিনি লিখেছেন ‘ ইনফোসিস ক্যাম্পাসে লেপার্ডকে ধরে কাজ করবার প্রশিক্ষণ দেওয়া হলো।’ আরেকজন লিখেছেন, ‘জোর খবর, লেপার্ডটি ইনইফোসিসে জুনিয়র সফটওয়্যার ইজ্ঞিনিয়ার হিসাবে কাজে যোগ দিয়েছে।’

মূলত টেক-সংস্থার কর্মসংস্কৃতি ও চেয়ারম্যান নারায়ণ মুর্তির -‘ যুবকদের উচিত সপ্তাহে ৭০ ঘন্টা কাজ করা’ মন্তব্যের ফলেই খোড়াকে মজেছে নেটপাড়া। বুধবার সকালে অফিস চত্বরে ড্রোনের সাহায্যে দেখা মিলেছে বাঘটির। সূত্র অনুযায়ী, বনকর্মী ও বন্যপ্রাণ বিশেষজ্ঞের দল তাঁরা থেকে ঘুমপাড়ানি ইঞ্জেকশন ছুড়ে চিতাবাঘটিকে খাঁচাবন্দি করার পরিকল্পনা করেছেন। দলটির সঙ্গে রয়েছে খাঁচা। এই সুযোগে বাড়ি থেকে কাজ করে আপাতত ফুরফুরে মেজাজে ইনফোসিস কর্মীরা।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!