Advertisement
  • এই মুহূর্তে
  • এপ্রিল ২৯, ২০২২

আঁধারে ডুবতে পারে রাজধানী! আশঙ্কা দিল্লির বিদ্যুৎমন্ত্রীর

বললেন, এনটিপিসি দাদরি ও উনচাহারের মতো বহু বিদ্যুৎকেন্দ্রে রয়েছে মাত্র আর একদিনের কয়লা ।

আরম্ভ ওয়েব ডেস্ক
আঁধারে ডুবতে পারে রাজধানী! আশঙ্কা দিল্লির বিদ্যুৎমন্ত্রীর

আঁধারে ডুবতে চলেছে দিল্লি । এমনই আশঙ্কার কথা শোনালেন দিল্লির বিদ্যুৎমন্ত্রী সত্যেন্দ্র জৈন । সংবাদসংস্থা এএনআইকে জৈন বলেছেন, ‘যেখানে ২১ দিনেরও বেশি সময়ের কয়লা মজুত থাকা দরকার, সেখানে বহু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে একদিনেরও কম সময়ের কয়লা রয়েছে । সাধারণত ২১ দিনের কয়লা মজুত রাখা দরকার । কিন্তু এনটিপিসি দাদরি ও উনচাহারের মতো বহু বিদ্যুৎকেন্দ্রে আর একদিনের কয়লা মজুত রয়েছে।’
পরিস্থিতি যা, তাতে বিদ্যুৎকেন্দ্রগুলিতে উৎপাদনের ব্যাপক ঘাটতি হতে পারে।বৃহস্পতিবারই এই বিষয়ে পর্যালোচনা করতে একটি বৈঠক ডেকেছিলেন তিনি। আসন্ন ঘাটতি মেটাতে কী কী পদক্ষেপ করা যেতে পারে তা নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে। পাশাপাশি কেন্দ্রকেও সমস্যার কথা জানিয়ে চিঠি দেওয়া হয়েছে বলেছেন সত্যেন্দ্র। চিঠিতে দিল্লিতে কয়লা মজুত করার বিষয়টি নিশ্চিত করার জন্যএ অনুরোধও জানিয়েছেন তিনি। ওই বৈঠকের পরই ঘোষণা করা হয়, ২৪ ঘণ্টা হয়তো বিদ্যুৎ পরিষেবায় ঘাটতি থাকবে । ফলে রাজধানীর সরকারি হাসপাতাল থেকে দিল্লি মেট্রো, সর্বত্রই আঁধার নেমে আসতে পারে ।

কেন এই  ঘাটতি?  সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, রেলওয়ে রেকের সমস্যার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁর কথায়, ‘আগে ৪৫০টি রেক ছিল। কিন্তু এখন সেই সংখ্যা কমে হয়েছে ৪০৫। কেন্দ্রের সঙ্গে বোঝাপড়া ঠিক হলেই এই সমস্যার সমাধান সম্ভব হবে।’

উল্লেখ্য, কয়লার ঘাটতি রয়েছে উত্তরপ্রদেশ ও পাঞ্জাবেও। সেখানেও অচিরেই বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হতে পারে এমনই আশঙ্কা তৈরি হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!