শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
বললেন, এনটিপিসি দাদরি ও উনচাহারের মতো বহু বিদ্যুৎকেন্দ্রে রয়েছে মাত্র আর একদিনের কয়লা ।
আঁধারে ডুবতে চলেছে দিল্লি । এমনই আশঙ্কার কথা শোনালেন দিল্লির বিদ্যুৎমন্ত্রী সত্যেন্দ্র জৈন । সংবাদসংস্থা এএনআইকে জৈন বলেছেন, ‘যেখানে ২১ দিনেরও বেশি সময়ের কয়লা মজুত থাকা দরকার, সেখানে বহু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে একদিনেরও কম সময়ের কয়লা রয়েছে । সাধারণত ২১ দিনের কয়লা মজুত রাখা দরকার । কিন্তু এনটিপিসি দাদরি ও উনচাহারের মতো বহু বিদ্যুৎকেন্দ্রে আর একদিনের কয়লা মজুত রয়েছে।’
পরিস্থিতি যা, তাতে বিদ্যুৎকেন্দ্রগুলিতে উৎপাদনের ব্যাপক ঘাটতি হতে পারে।বৃহস্পতিবারই এই বিষয়ে পর্যালোচনা করতে একটি বৈঠক ডেকেছিলেন তিনি। আসন্ন ঘাটতি মেটাতে কী কী পদক্ষেপ করা যেতে পারে তা নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে। পাশাপাশি কেন্দ্রকেও সমস্যার কথা জানিয়ে চিঠি দেওয়া হয়েছে বলেছেন সত্যেন্দ্র। চিঠিতে দিল্লিতে কয়লা মজুত করার বিষয়টি নিশ্চিত করার জন্যএ অনুরোধও জানিয়েছেন তিনি। ওই বৈঠকের পরই ঘোষণা করা হয়, ২৪ ঘণ্টা হয়তো বিদ্যুৎ পরিষেবায় ঘাটতি থাকবে । ফলে রাজধানীর সরকারি হাসপাতাল থেকে দিল্লি মেট্রো, সর্বত্রই আঁধার নেমে আসতে পারে ।কেন এই ঘাটতি? সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, রেলওয়ে রেকের সমস্যার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁর কথায়, ‘আগে ৪৫০টি রেক ছিল। কিন্তু এখন সেই সংখ্যা কমে হয়েছে ৪০৫। কেন্দ্রের সঙ্গে বোঝাপড়া ঠিক হলেই এই সমস্যার সমাধান সম্ভব হবে।’
উল্লেখ্য, কয়লার ঘাটতি রয়েছে উত্তরপ্রদেশ ও পাঞ্জাবেও। সেখানেও অচিরেই বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হতে পারে এমনই আশঙ্কা তৈরি হয়েছে।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34