Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মে ২৫, ২০২৪

নির্বাচনের ষষ্ঠ দফায় ভোটদানে এবারও এগিয়ে বাংলা

আরম্ভ ওয়েব ডেস্ক
নির্বাচনের ষষ্ঠ দফায় ভোটদানে এবারও এগিয়ে বাংলা

আজ সারা দেশে পালিত হচ্ছে ষষ্ঠ দফা লোকসভা নির্বাচন । মোট ৬  রাজ্য ও ২  কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে ভোট গ্রহণ পর্ব। ৫৮ টি কেন্দ্রের ৮৮৯ প্রার্থীর আজ ভাগ্য পরীক্ষা হচ্ছে। সকাল ৭টা থেকে শুরু হয়ে চলবে সন্ধ্যে ৬ টা পর্যন্ত। যেসব কেন্দ্রে আজ ভোট দান চলছে, সেগুলি  হল-
বিহার (৮  আসন), হরিয়ানা (১০  আসন),জম্মু কাশ্মীর (১  আসন), ঝাড়খণ্ড (৪  আসন), দিল্লি (৭ আসন ), ওড়িশা (৬ আসন), উত্তর প্রদেশ (১৪ আসন), পশ্চিমবঙ্গ (৮ আসন)

আজকের নির্বাচনের হেভিওয়েট প্রার্থী কারা ?

বাঁশরী স্বরাজ (বিজেপি) , সোমনাথ ভারতী (আম আদমি পার্টি)- বাঁশরী প্রয়াতা কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের কন্যা। তিনি এবারে বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন নতুন দিল্লি থেকে। তাঁর প্রতিপক্ষ  আম আদমি পার্টির পোড়খাওয়া রাজনীতিবিদ  সোমনাথ ভারতী।
মনোজ তিওয়ারি (বিজেপি), কানহাইয়া কুমার (কংগ্রেস)  – দিল্লি উত্তর- পূর্ব লোকসভা কেন্দ্রে এবারের প্রার্থী ভোজপুরি গায়ক মনোজ তিওয়ারির প্রতিপক্ষ কংগ্রেসের টিকিটে লড়াই করা বিহারের বেগুসরাইয়ের কানহাইয়া কুমার।
মানেকা গান্ধি (বিজেপি)- গান্ধি পরিবারের একমাত্র সদস্যা, ইন্দিরা গান্ধির পুত্র প্রয়াত সঞ্জয় গান্ধির স্ত্রী যিনি কংগ্রেসের টিকিটে নয় ,লড়ছেন বিজেপির টিকিটে। পশু অধিকার কর্মী মানেকার পুত্র বরুণও বিজেপির নেতা। উত্তপ্রদেশের সুলতানপুর থেকে এবারের পদ্ম প্রার্থী তিনি।
মেহবুবা মুফতি (পিপলস ডেমোক্র্যাটিক পার্টি)- জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সইদের কন্যা মেহেবুবা অনন্তনাগ-রাজৌরি লোকসভা কেন্দ্রে পিডিপি প্রার্থী  ,এবারের একজন হেভিওয়েট ।
অভিজিৎ গাঙ্গুলি(বিজেপি)- দেবাংশু ভট্টাচার্য (তৃণমূল)- সায়ন বন্দ্যোপাধ্যায়(সিপিএম)- পশ্চিমবঙ্গের সবচেয়ে চর্চিত লোকসভা কেন্দ্র তমলুক। এবারে সবার দৃষ্টি আকর্ষণ করছে। পদ্ম শিবিরের প্রার্থী  প্রাক্তন বিচারপতি । সায়ন পেশায় আইনজীবী। কিন্তু দেবাংশু ও সায়ন দুজনেই সমাজমাধ্যমে অতি পরিচিত মুখ।
মনোহর লালা খটটর ( বিজেপি)- হরিয়ানার পূর্বতন মুখ্যমন্ত্রী মনোহর লাল খটটর হরিয়ানার কার্নাল লোকসভা কেন্দ্রের একজন শক্তিশালী প্রার্থী।
দীনেশ যাদব (বিজেপি)- ধর্মেন্দ্র লাল যাদব (সমাজবাদী পার্টি)- আজমগড় লোকসভা কেন্দ্রে এবারে পদ্ম বনাম সমাজবাদী পার্টির লড়াই জমজমাট হতে চলেছে । ধর্মেন্দ্র সম্পর্কে সপা নেতা অখিলেশ যাদবের তুতো ভাই। এর আগে ২০১৯ সালে এই আসনে জয়লাভ করেন অখিলেশ। অতএব কার দিকে পাল্লা ঝুঁকে আছে টা সহজেই অনুমেয়।
সম্বিৎ পাত্র (বিজেপি)- পদ্ম শিবিরের পরিচিতি মুখ, বাগ্মী বলে খ্যাত চিকিৎসক সম্বিৎ পাত্র পুরী লোকসভা কেন্দ্রে এবারের প্রার্থী। দুদিন আগে ‘জগন্নাথ দেব ও মোদিকে’ নিয়ে ‘বেফাঁস’ মন্তব্যের জন্য বিতর্কের শিকার হয়েছেন। ফলাফল কী হবে, তা দারুব্রহ্মই জানেন!
নবীন জিন্দল (বিজেপি)- কুরুক্ষেত্র লোকসভা কেন্দ্রের হেভিওয়েট প্রার্থী নবীন পেশায় একজন ব্যবসায়ী।
রাজ বব্বর (কংগ্রেস)- হরিয়ানায় এবারের হাত শিবিরের প্রার্থী প্রাক্তন বলিউড অভিনেতা রাজ বব্বর এবারের হেভিওয়েট প্রার্থী।

রাজ্যের হেভিওয়েট প্রার্থী:
তমলুক
প্রার্থী- অভিজাত গঙ্গোপাধ্যায়(বিজেপি),দেবাংশু ভট্টাচার্য(তৃণমূল), সায়ন বন্দ্যোপাধ্যায় (সিপি আই এম)
কাঁথি
প্রার্থী – সৌমেন্দু অধিকারী (সৌমেন্দু অধিকারী ), উত্তম বারিক (তৃণমূল)

ঘাটাল
প্রার্থী – দীপক অধিকারী (তৃণমূল), হিরণ চট্টোপাধ্যায় (বিজেপি)

মেদিনীপুর
প্রার্থী – জুন মালিয়া (তৃণমূল), অগ্নিমিত্রা পাল (বিজেপি)

বিষ্ণুপুর
প্রার্থী – সুজাতা মণ্ডল(তৃণমূল),সৌমিত্র খাঁ(বিজেপি)

বাঁকুড়া
প্রার্থী- সুভাষ সরকার (বিজেপি), অরূপ চক্রবর্তী (তৃণমূল)

ঝাড়গ্রাম
প্রার্থী- ডঃ প্রণত টুডু(বিজেপি) ,কালীপদ সোরেন  (তৃণমূল)

আজ ২৫ মে সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। সকাল ১১ টা অবধি পাওয়া আপডেট অনুযায়ী এখনও পর্যন্ত মোট ভোটদানের হার ৩৬.৮৮ %।  ভোটদানের নিরিখে সারা দেশে সবাইকে পিছনে ফেলেছে পশ্চিমবঙ্গ। এখানে ভোটের হার ৩৬.৮৮ %। দ্বিতীয় স্থানে রয়েছে ঝাড়খণ্ড । ভোটের হার ২৭.৮০%। তৃতীয় স্থানে রয়েছে উত্তর প্রদেশ (২৭.৬%)।

এই রাজ্যে ভোটদানের হারে এগিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্র। ভোটের হার ৩৯.২১%। দ্বিতীয় স্থানে রয়েছে ঝাড়গ্রাম ৩৮.২৪%। তৃতীয় স্থানে রয়েছে তমলুক। ভোটের হার ৩৮.৫% ।  তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে কাঁথি (৩৮.৩%)।

সকাল সাতটায় দিল্লির একটি কেন্দ্রে সস্ত্রীক ভোট দিয়েছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। ভোট দিয়েছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কার্নালের বিজেপি প্রার্থী মনোহর লাল খট্টর। দিল্লিতে ভোট কেন্দ্রে প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন বিজেপি সাংসদ গৌতম গম্ভীরকে ভোট দিতে দেখা গেল। আম আদমি পার্টির নেত্রী অতিশি প্রয়োগ করেছেন নিজের ভোটাধিকার।   প্রিয়ঙ্কা গান্ধীর দুই ছেলে মেয়ে রাইহান রাজীব বঢ়রা ও মিরায়া বঢ়রাকে দেখা গেল দিল্লির একটি ভোট গ্রহণ কেন্দ্রে। এই বছর প্রথমবার ‘প্রাক্তবয়স্কের অধিকার’ প্রয়োগ করলেন তাঁরা। দিল্লির একটি কেন্দ্রে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।সস্ত্রীক  ভোট দিয়েছেন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়।আম আদমি পার্টির সাংসদ স্বাতী মালিওয়ালও প্রয়োগ করেছেন তাঁর গণতান্ত্রিক অধিকার । ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ভুবনেশ্বরে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ খড়্গপুরে ভোট দিলেন ।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন অনভিপ্রেত গণ্ডগোলের খবর আসতে চলেছে ।  জম্মু কাশ্মীরের পিডিপি প্রার্থী মেহেবুবা মুফতি অনন্তনাগে ধর্নায় বসেছেন। তাঁর দাবি পুলিশ অন্যায়ভাবে তাঁর দলের কর্মীদের আটকে রেখেছে। পুরীর পদ্ম প্রার্থী সম্বিৎ পাত্র ইভিএম মেশিন ঠিকমতো কাজ না করার অভিযোগ জানিয়েছেন। তিনি রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। ঝাড়গ্রামে জিতুশোল এলাকায় লোকালয়ে একটি হাতি ঢুকে পড়লে সমস্যার সৃষ্টি হয়। ওই এলাকায় হাতির উপদ্রব বেশি বলে জানালেন স্থানীয়রা। নন্দীগ্রামের ভেকুটিয়ায় আক্রান্ত তৃণমূল কর্মী। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। কেশিয়াড়িতে বিজেপি নেত্রী অগ্নিমিত্রাকে দেখে ‘গো ব্যাক’ ধ্বনি দেয় তৃণমূল সমর্থকেরা। তমলুকের ঘাসফুল প্রার্থী দেবাংশুর অভিযোগ তৃণমূলের দুই বুথ এজেন্টকে অপহরণ করা হয়েছে। হলদিয়ায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে ‘চোর চোর’ স্লোগান দিয়েছে তৃণমূলের সমর্থকেরা।

ষষ্ঠ দফা ভোট গ্রহণ এখনও চলছে। বাকি আর এক দফা। তার পরেই আগামী ৪ জুন প্রকাশিত হবে আগামী পাঁচ বছর ভারত শাসনের রাশ থাকবে কার হাতে। কে হতে চলেছে পরবর্তী প্রধানমন্ত্রী? ‘পালা বদল’ হবে নাকি ‘প্রত্যাবর্তন’ ? কাশ্মীর থেকে কন্যাকুমারী তাকিয়ে আছে সেদিকেই।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!