- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ১৭, ২০২৪
উচ্ছেদ নোটিশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে রিট পিটিশন করছেন মহুয়া মৈত্র
তাঁকে বাংলো খালি করার জন্য বলপ্রয়োগ করা হবে বলে ডিওই-র তরফে নোটিশ দেওয়া হয়েছে, এবার এই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের যাচ্ছেন বহিস্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
মহুয়া মৈত্রকে গত মাসে লোকসভার সাংসদ হিসাবে অনৈতিক আচরণের কারণে বহিষ্কার করা হয়েছিল। মহুয়া মৈত্র শীঘ্রই বিচারপতি মনমোহনের আদালতে এই উচ্ছেদের নোটিশের বিরুদ্ধে একটি রিট পিটিশন দায়ের করবেন৷
বহিষ্কৃত সাংসদের আইনজী জানিয়েছেন, তিনি লোকসভা ভোটের প্রার্থী। সংসদ সদস্যরা সংসদ অধিবেশনের শেষ দিন থেকে সাধারণ নির্বাচনের ফলাফলের দিন পর্যন্ত তাঁদের বাংলোতে থাকতে পারেন, সেই অনুমতি সাংসদদের দেওয়া হয়েছে। যেহেতু মহুয়া মৈত্রর নাম প্রার্থী হিসাবে রয়েছে, তাই এই নিয়ম তাঁর জন্যও প্রযোজ্য হওয়া উচিত।
মহুয়া মৈত্রকে বাংলো ছাড়ার জন্য একটি দৃঢ়-শব্দের নোটিশ দেওয়া হয়েছে ডিরেক্টরেট অফ এস্টেটের নোটিশে। ওই নোটিশে উল্লেখ করা হয়েছে তিনি যদি তিনদিনের মধ্যে বাংলো না ছাড়েন তাহলে তাঁকে উচ্ছেদের জন্য প্রয়োজনে বলপ্রয়োগ করা হবে।
সরকারের তরফে ওই নোটিশে বলেছে যে মহুয়া মৈত্রকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়েছে কিন্তু তিনি প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন যে তিনি একজন অননুমোদিত দখলদার নন।
মহুয়া মৈত্র এর আগেও দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আদালত তখন তাঁকে আপাতত বাংলোতে থাকতে দেওয়ার জন্য এস্টেট অধিদপ্তরের কাছে অনুরোধ করতে বলেছিল। আদালত উল্লেখ করেছিল যে নিয়মানুযায়ী কর্তৃপক্ষ ব্যতিক্রমী পরিস্থিতিতে নির্দিষ্ট অর্থ প্রদানের ভিত্তিতে কোনও বাসিন্দাকে ছয় মাস পর্যন্ত বেশি থাকার অনুমতি দেয়। আদালত অবশ্য মামলার যোগ্যতার উপর কোন পর্যবেক্ষণ করেনি এবং মহুয়া মৈত্রকে তাঁর আবেদন প্রত্যাহার করার অনুমতি দেয়।
উচ্ছেদের নোটিশে উল্লেখ করা হয়েছে যে মহুয়া মৈত্র যদি উচ্ছেদের নোটিশকে কোনো আদালতে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নেন, তাহলে তিনি প্রতি মাসে ক্ষতিপূরণ দিতে দায়বদ্ধ থাকবেন। বহিষ্কৃত তৃণমূল সাংসদ দিল্লির টেলিগ্রাফ লেনে একটি বাংলো সাংসদ হিসাবে থাকার জন্য পেয়েছিলেন। ১১ ডিসেম্বর, তিনি সাংসদ পদ থেকে বহিষ্কৃত হওয়ার কয়েকদিন পরে, এস্টেট অধিদপ্তর একটি নোটিশ জারি করে এবং তাঁকে ৭ জানুয়ারির মধ্যে ওই বাংলো খালি করতে বলে।
এই নোটিশ পাওয়ার পট মহুয়া মৈত্র এই বছরের লোকসভা নির্বাচন পর্যন্ত বাংলোতে থাকার জন্য সময় চেয়েছিলেন। তিনি বলেছিলেন যে এখন সরকারি বাংলো ছাড়লে তাঁর প্রচারের ক্ষেত্রে সমস্যা হবে।
প্রসঙ্গত একজন ব্যবসায়ীর কাছ থেকে অর্থের বিনিময়ে প্রশ্ন করা এবং তাঁর সংসদ পোর্টালের লগইন শংসাপত্রগুলি ভাগ করে নেওয়ার অনৈতিক আচরণের অভিযোগের জন্যই তাঁকে সংসদের এথিক্স কমিটি দোষী সাব্যস্ত করার পরে ডিসেম্বরে লোকসভার সাংসদ হিসাবে তাঁকে বহিষ্কার করে।
❤ Support Us