Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ১৪, ২০২৩

অধ্যক্ষের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ।দিদির অনুরোধে রেহাই শুভেন্দুর

আরম্ভ ওয়েব ডেস্ক
অধ্যক্ষের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ।দিদির অনুরোধে রেহাই শুভেন্দুর

শুভেন্দুর অবমাননাকর মন্তব্যের জন্য বিধানসভায় ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অনুরোধে, আপাতত সাসপেন্সন থেকে রেহাই পেলেন বিরোধী দলনেতা।

সোমবার বিধানসভায় রাজ্যপালের বক্তব্য নিয়ে শুরু হয় শাসক-বিরোধী তরজা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যপালকে দিয়ে অসত্য ভাষণ দেওয়ানো হচ্ছে। রাজ্যের সাম্প্রতিক নিয়োগ-দুর্নীতি ও নির্বাচন পরবর্তী হিংসা তাঁর বক্তব্যে অনুপস্থিত। এ প্রসঙ্গে, তিনি রাজ্যপালকে তামিলনাড়ুর দৃষ্টান্ত অনুসরণের পরামর্শ দেন। সেখানকার সাংবিধানিক প্রধান সরকারের লিখে দেওয়া ভাষণ পড়তে অস্বীকার করেছিল।

অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর বক্তব্য নিয়ে আপত্তি জানালে দুজনের মধ্যে তীব্র বাদানুবাদ উপস্থিত হয়। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নিরপেক্ষ সভা পরিচালনা নিয়ে প্রশ্ন তোলেন নন্দীগ্রামের বিধায়ক। অধ্যক্ষ যদি তার বক্তব্যের বিষয় ঠিক করতে চান, তাহলে তাঁর পক্ষপাতহীনতা প্রশ্নের সম্মুখীন হবে, মন্তব্য শিশিরপুত্রর। গেরুয়া শিবিরের অন্যান্য বিধায়করা এসময় অধিবেশন চলাকালে শাসক বিরোধী শ্লোগান দিতে থাকেন। পরে বিধানসভা থেকে ওয়াক আউট করেন বিধানসভার বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধিরা।

অধ্যক্ষকে অসম্মান করেছেন শুভেন্দু, এ অভিযোগে, ২০ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁকে সাসপেণ্ড করবার দাবি তোলেন তৃণমূল বিধায়ক তাপস রায়। তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হয়। এসময়, রাজ্যপালের বক্তব্য নিয়ে, শুভেন্দুর মন্তব্যের জবাবি ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শুভেন্দুর  মন্তব্য  ন্যক্কারজনক। তবে, সাসপেনসন অপ্রয়োজনীয়, তা প্রত্যাহার করা হোক।  বিরোধী দলনেতার মন্তব্যের জন্য ক্ষমা চান মুখ্যমন্ত্রী। মমতার অনুরোধে  রদ হয় সাসপেনসনের নির্দেশ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!