- এই মুহূর্তে
- এপ্রিল ৪, ২০২২
আমার বেআইনি বাড়ি ভেঙ্গে ফেলুন ! আজব আবেদনে তাজ্জব যোগী প্রশাসন।
man-request-to-yogi-govt-called-his-house-illegally-made-bulldozing-it

‘আমার বাড়ি বেআইনি ভাবে তৈরি, বুলডোজার দিয়ে ভেঙে ফেলুন। উত্তরপ্রদেশ প্রশাসনের কাছে এমন আজব আবেদন দেখে তাজ্জব প্রশাসন । রামপুর জেলার বয়স চল্লিশের বাসিন্দা এহসান মিঁঞা এসডিএম অশোক চৌধুরীর কাছে আবেদন করেছেন, তাঁর বাড়িটি ভেঙে ফেলা উচিত । কেননা এটি একটি কবরখানার অংশ এবং পুকুর ভরাট করে বানানো হয়েছিল । এই আবেদনের ভিত্তিতে প্রশাসন তদন্তও শুরু করে জানতে পারে, এহসান মিঁঞারা দুই পুরুষ ধরে এই বাড়িতেই বসবাস করছেন। বাড়ি-জমির ম্যাপ তাঁর হাতে এলে তিনি বুঝতে পারেন, বাড়িটি অবৈধ ভাবে তৈরি। জমির একাংশের মালিক ওয়াকফ বোর্ড । এই তথ্য জানার সঙ্গে সঙ্গে সরকারের কাছে বাড়িটি ভেঙ্গে ফেলার আবেদন পেশ করেন ।
এসডিএম বলেছেন, “মিত্রপুরের এলহোরা গ্রামে অনেক বাড়ি তেহসিলের অধীনে। শুকিয়ে যাওয়া পুকুর ভরাট করে কিংবা কবরখানার ওপর তৈরি হয়েছে। জেলাজুড়ে এ রকম বহু বাড়ি ছড়িয়ে আছে।
❤ Support Us