Advertisement
  • এই মুহূর্তে
  • এপ্রিল ৪, ২০২২

আমার বেআইনি বাড়ি ভেঙ্গে ফেলুন ! আজব আবেদনে তাজ্জব যোগী প্রশাসন।

man-request-to-yogi-govt-called-his-house-illegally-made-bulldozing-it

আরম্ভ ওয়েব ডেস্ক
আমার বেআইনি বাড়ি ভেঙ্গে ফেলুন ! আজব আবেদনে তাজ্জব যোগী প্রশাসন।

‘আমার বাড়ি বেআইনি ভাবে তৈরি, বুলডোজার দিয়ে ভেঙে ফেলুন। উত্তরপ্রদেশ প্রশাসনের কাছে এমন আজব আবেদন দেখে তাজ্জব প্রশাসন । রামপুর জেলার বয়স চল্লিশের বাসিন্দা এহসান মিঁঞা এসডিএম অশোক চৌধুরীর কাছে আবেদন করেছেন, তাঁর বাড়িটি ভেঙে ফেলা উচিত । কেননা এটি একটি কবরখানার অংশ এবং পুকুর ভরাট করে বানানো হয়েছিল । এই আবেদনের ভিত্তিতে প্রশাসন তদন্তও শুরু করে জানতে পারে, এহসান মিঁঞারা দুই পুরুষ ধরে এই বাড়িতেই বসবাস করছেন। বাড়ি-জমির ম্যাপ তাঁর হাতে এলে তিনি বুঝতে পারেন, বাড়িটি অবৈধ ভাবে তৈরি। জমির একাংশের মালিক ওয়াকফ বোর্ড । এই তথ্য জানার সঙ্গে সঙ্গে সরকারের কাছে বাড়িটি ভেঙ্গে ফেলার আবেদন পেশ করেন ।

এসডিএম বলেছেন, “মিত্রপুরের এলহোরা গ্রামে অনেক বাড়ি তেহসিলের অধীনে। শুকিয়ে যাওয়া পুকুর ভরাট করে কিংবা কবরখানার ওপর তৈরি হয়েছে। জেলাজুড়ে এ রকম বহু বাড়ি ছড়িয়ে আছে।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!