- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ১৮, ২০২৪
রুদ্ধশ্বাস ম্যাচে অবিশ্বাস্য জয়, লিভারপুলকে হারিয়ে এফএ কাপের শেষ চারে ম্যান ইউ
রুদ্ধশ্বাস ম্যাচ। শেষ মুহূর্ত পর্যন্ত নাটক। টানটান উত্তেজনার ম্যাচে লিভারপুলকে ৪–৩ ব্যবধানে হারিয়ে এফএ কাপের সেমিফাইনালে পৌঁছে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। অন্য এক রুদ্ধশ্বাস ম্যাচে লেস্টার সিটিকে ৪–২ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে চেলসিও।
সামনে লিভারপুলকে দেখলেই জ্বলে ওঠেন ম্যানচেস্টার ইউনাইটেড। রবিবার ওল্ড ট্রাফোর্ডেও ছবিটা বদলায়নি। ম্যাচের দর্শকরা সাক্ষী থাকলেন এক ধ্রুপদী লড়াইয়ের। ম্যাচের নিস্পতি হল ১২১ মিনিটে। ক্ষণে ক্ষণে রূপ বদলানোর ম্যাচের নায়ক অখ্যাত আমাদ দিয়ালো। ম্যাচের অতিরিক্ত সময়ের ইনজুরি টাইমে আইভরি কোস্টের এই তরুণ ফুটবলারের গোলেই অবিশ্বাস্য জয় তুলে নিয়ে সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড।
ম্যাচের ১০ মিনিটে স্কট ম্যাকটমিনের গোলে এগিয়ে গিয়েছিল ম্যান ইউ। ৪৪ মিনিটে লিভারপুলের হয়ে সমতা ফেরান অ্যালেক্সিজ ম্যাক অ্যালিস্টার। সমতা ফেরানোর পরপরই এগিয়ে যায় লিভারপুল। প্রথমার্ধের ইনজুরি সময়ে লিভারপুলের হয়ে ২–১ করেন মহম্মদ সালাহ। ৮৭ মিনিটে অ্যান্টনির গোলে সমতা ফেরায় ম্যান ইউ। নির্ধাহরিত সময়েই জিতে যেতে পারত ম্যান ইউ। ম্যাচের ইনজুরি সময়ে লিভারপুল গোলকিপার কুইভিন কেলেহারকে একা পেয়েও অবিশ্বাস্যভাবে মিস করেন মার্কাস রাশফোর্ড। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে নাটক জমে ওঠে।
ম্যাচের ১০৫ মিনিটে হার্ভি এলিয়টের গোলে ৩–২ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল। আক্রমণে ঝড় তুলে ৭ মিনিট পরেই সমতা ফেরান রাশফোর্ড। মনে হচ্ছিল টাইব্রেকারে ম্যাচের নিস্পত্তি হতে চলেছে। তখনই ওল্ড ট্রাফোর্ড পেয়ে যায় নতুন নায়ককে। দর্শকরা শেষ বাঁশি বাজার অপেক্ষায়। প্রতিআক্রমণে বল পেয়ে গতি বাড়িয়ে লিভারপুল সীমানায় ঢুকে পড়েন গারনাচো। কনোর ব্রাডলি বাধা দিলে বাঁদিকে দিয়ালোকে বল বাড়ান। বক্সে ঢুকে বাঁ পায়ের কোনাকুনি শটে গোলকিপার কেলেহারকে পরাস্ত করে ম্যান ইউকে সেমিফাইনালে তোলেন দিয়ালো। ম্যাচের ৮৪ মিনিটে রাফায়েল ভারানের বদলি হিসেবে মাঠে নেমে বাজিমাত আইভরি কোস্টের এই তরুণ ফুটবলারের।
অন্য কোয়ার্টার ফাইনালে লেস্টার সিটিকে ৪–২ ব্যবধানে হারিয়েছে চেলসি। ১৩ মিনিটে মার্ক কুকুরেয়ার গোলে এগিয়ে যায় চেলসি। প্রথমার্ধের ইনজুরি সময়ে ২–০ করেন কোল পামার। ৫১ মিনিটে অ্যালেক্স দিসাসির আত্মঘাতী গোলে ২–১ হয়। ৬২ মিনিটে স্টেফি মাভিডিডির গোলে সমতা ফেরায় লেস্টার সিটি। ম্যাচের ইনজুরি সময়ের ২ মিনিটে গোল করে চেলসিকে স্বস্তি এনে দেন ক্যামে চুকুয়েমেতা। ইনজুরি সময়ের ৮ মিনিটে ৪–২ করেন নোনি মাদুয়েকে। সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে কভেন্ট্রি সিটির বিরুদ্ধে। অন্য সেমিফাইনালে চেলসির সামনে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
❤ Support Us