Advertisement
  • দে । শ
  • এপ্রিল ১০, ২০২৪

২০০ দুঃস্থকে নতুন পোশাক উপহার দিল মঙ্গলকোটের পুলিশ

আরম্ভ ওয়েব ডেস্ক
২০০ দুঃস্থকে নতুন পোশাক উপহার দিল মঙ্গলকোটের পুলিশ

ইদের চাঁদের উদয় হয়নি। তার আগেই সেই চাঁদের খুশি ছড়াল মঙ্গলকোট থানা এলাকার হতদরিদ্র, দীনভিখারিদের ঘরে ঘরে। সৌজন্যে মঙ্গলকোট থানা। থানার তরফে শ’দুয়েকের উপর মুসলিম সম্প্রদায়ের বাসিন্দাকে নতুন পোশাক উপহার দেওয়া হল। মঙ্গলকোট গ্রামের কারিগরপাড়ার মাজার শরিফে আয়োজিত হয় ইফতার মজলিশ। এলাকার ছশোর উপর বাসিন্দা যোগ দেন মজলিশে। সেখানে প্রধান অতিথি হিসেবে হাজির হয়ে নতুন শাড়ি, লুঙ্গি ও অন্যান্য বস্ত্র সামগ্রী তুলে দিলেন মঙ্গলকোটের আইসি মধুসূদন ঘোষ। বললেন, ‘আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশের গুরুত্বপূর্ণ কাজ হল সামাজিক কাজকর্ম। সেই তাগিদ থেকেই ইদ উৎসবের আগে আমরা সংখ্যালঘু দুঃস্থ, ভিক্ষাজীবীদের পাশে দাঁড়ালাম।’ পুলিশের এহেন উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বিশিষ্ট সমাজকর্মী প্রত্নবস্তু সন্ধানী সম্রাট মুনশি বললেন, ‘এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার সঙ্গে মঙ্গলকোটের পুলিশ বছরের বিভিন্ন সময়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে। গরিব, ভিখারিদের নতুন পোশাক দিয়ে সেই দৃষ্টান্তের পুনরাবৃত্তি ঘটাল।’ নতুন পোশাকের গন্ধ শুঁকতে শুঁকতে ভিক্ষাবৃত্তি করে দিন গুজরান করা ইদু শেখ, আনিকা বিবিরা আহ্লাদে আটখানা। বলছিলেন, ‘আমাদের মত হতদরিদ্রদের রমজান মাসে পোশাক কেনার ক্ষমতা নেই। থানার বড়বাবু যে আমাদের কথা ভেবেছেন, তার জন্য ওনাকে কী বলে যে আশীর্বাদ জানাব, ভেবে পাচ্ছি না।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!