Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ১০, ২০২৩

‌বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল চলাকালীন শুভমানকে বিয়ের প্রস্তাব

আরম্ভ ওয়েব ডেস্ক
‌বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল চলাকালীন শুভমানকে বিয়ের প্রস্তাব

অভিনেত্রী সারা আলি খান ও শচীন কন্যা সারা তেন্ডুলকারের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা ছলছে। এর মধ্যেই আবার বিয়ের প্রস্তাব পেলেন ভারতীয় দলের ওপেনার শুভমান গিল। তাও আবার ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল চলাকালীন। তৃতীয় দিনের ম্যাচ চলাকালীন শুভমান যখন ফিল্ডিং করেছিলেন তখন গ্যালারি থেকে এক তরুণী তাঁকে বিয়ের প্রস্তাব দেন।
অস্ট্রেলিয়া তখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। সবে মাত্র আউট হয়েছেন ডেভিড ওয়ার্নার। তখনই গ্যালারিতে এক সুন্দরী তরুণী একটা প্ল্যাকার্ড তুলে ধরেন। সাদা আর্ট পেপারের ওপর লাল রং দিয়ে সেই পোস্টারে লেখা ছিল, ‘‌আমাকে বিয়ে করো শুভমান’‌। তরুণীর সেই বিয়ের প্রস্তাব টিভি ক্যামেরায় ধরা পড়ে। পরে সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়ে যায়।
মাঠ ও মাঠের বাইরে এই মুহূর্তে দারুণ চর্চা হচ্ছে শুভমানকে নিয়ে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রথম ইনিংসে ব্যর্থ হওয়ায় তাঁকে ট্রোলের মুখে পড়তে হয়েছে। শুভমানের ব্যক্তিগত জীবন নিয়েও দীর্ঘদিন ধরে চর্চা চলছে। তাঁর সঙ্গে বারবরা শচীন কন্যা সারা তেন্ডুলকর এবং সঈফ আলি খানের কন্যা সারা আলি খানের নাম জড়িয়েছে। শুভমানের সঙ্গে বলিউড অভিনেত্রীর সম্পর্ক নিয়ে মাঝেমধ্যেই নানা কথা শোনা যায়।
সম্প্রতি সারা আলি খানের সঙ্গে শুভমানের বেশ কিছু চ্যাট ফাঁস হয়েছে। তাতেই সারা ও শুভমানের প্রেমের জল্পনা আরও কয়েকগুণ বেড়েছে। ফাঁস হওয়া চ্যাটে দেখা গেছে শুভমান নিজের জন্মদিনে তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ারদের সঙ্গে সরাসরি চ্যাট করেছিলেন। সারাও শুভমানের সরাসরি ইনস্টাগ্রাম চ্যাটে যোগ দিয়েছিলেন এবং সেখানেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন সারা৷


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!