Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ৩, ২০২৪

লিওনেল মেসির জোড়া গোলে সাপোর্টার্স ট্রফি জিতল ইন্টার মায়ামি

আরম্ভ ওয়েব ডেস্ক
লিওনেল মেসির জোড়া গোলে সাপোর্টার্স ট্রফি জিতল ইন্টার মায়ামি

২০২০ সালে মেজর লিগ সকারে পা রেখেছে ইন্টার মায়ামি। এই প্রতিযোগিতায় আগে কখনও ট্রফির মুখ দেখেনি। অবশেষে লিওনেল মেসির হাত ধরে ৪ বছরের খরা কাটাল ইন্টার মায়ামি। লোয়ার ডটকম ফিল্ডে মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুকে ৩–২ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো সাপোর্টারস শিল্ড জিতল ইন্টার মায়ামি। জোড়া গোল করে দলের জয়ের নায়ক লিওনেল মেসি। একটি গোল করেন লুই সুয়ারেজ।
মেজর লিগ সকারে দুটি ট্রফি দেওয়া হয়। একটা সাপোর্টরস শিল্ড, আর একটা এমএলএস কাপ। মেজর লিগ সকারের ৩৪টি ম্যাচে যে দল সবচেয়ে ধারাবাহিকতা দেখাতে পারবে, তারাই পায় সাপোর্টারস শিল্ড। এখনও ২টি ম্যাচ বাকি ইন্টার মায়ামির। তার আগেই সাপোর্টারস শিল্ড জিতে নিয়েছে। এই মুহূর্তে ইস্টার্ন কনফারেন্সে ৩২ ম্যাচে ইন্টার মায়ামির পয়েন্ট ৬৮। ওয়েস্টার্ন কনফারেন্সে ৩২ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে এলএ গ্যালাক্সি। শএষ দুটি ম্যাচে মেসিরা হারলেও ইন্টার মায়ামিকে স্পর্শ করতে পারবে না এলএ গ্যালাক্সি।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে প্রথমার্ধেই দুটি গোল তুলে নেয় ইন্টার মায়ামি। ৪৫ মিনিটে নিজেদের অর্ধ থেকে লম্বা বল বাড়ান জর্ডি আলবা। বুক দিয়ে রিভিভ করে বিপক্ষের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল জালে পাঠান মেসি। প্রথমার্ধেরই ইনজুরি সময়ে বাঁপায়ের দুরন্ত ফ্রিকিক থেকে ২–০ করেন এই আর্জেন্টাইন তারকা। দ্বিতীয়ার্ধের শুরুতেই দিয়েগো রোসির গোলে ব্যবধান কমায় কলম্বাস ক্রু। মিনিট দুয়েক পরেই মায়ামিকে ৩–১ ব্যবধানে এগিয়ে দেন লুই সুয়ারেজ। ৬১ মিনিটে পেনাল্টি থেকে আবার ব্যবধান কমায় কলম্বাস। গোল করেন কুচো ফার্নান্ডেজ। ৮৪ মিনিটে সমতা ফেরানোর সুযোগ এসেছিল কলম্বাসের সামনে। মায়ামি গোলকিপার ড্রেক ক্যালেন্ডার পেনাল্টি আটকে দলকে জয় এনে দেন।
দলকে সাপোর্টারস শিল্ড জেতানোর পর মেসির চোখ এখন মেজর লিগ সকার কাপের দিকে। মেসি বলেছেন, ‘‌একটা লক্ষ্যপূরণ হয়েছে। এবার লক্ষ্য এমএলএস কাপ।’‌ ইস্টার্ন কনফারেন্সের শীর্ষ দল হওয়ায় মায়ামি ঘরের মাঠে প্লেঅফ খেলবে। লিগে এখনও দুটি ম্যাচ বাকি। এই দুটি ম্যাচে জয় পেলে এক মরশুমে এমএলএসে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ড গড়বে মায়ামি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!