Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • জানুয়ারি ৩১, ২০২৩

পর্দায় ‘মাইকেল’। নাম ভূমিকায় ভাইপো জাফর। বায়োপিকের কাজ বছরের শেষেই

আরম্ভ ওয়েব ডেস্ক
পর্দায় ‘মাইকেল’। নাম ভূমিকায় ভাইপো জাফর। বায়োপিকের কাজ বছরের শেষেই

সুরের মূর্ছনায় দর্শক শ্রোতাদের মাতোয়ারা করতে আবার পর্দায় ‘মাইকেল’। এখনও পর্যন্ত যা খবর মাইকেলের চরিত্রকে জীবন্ত করে তুলবেন তাঁরই ভ্রাতুষ্পুত্র জাফর জ্যাকসন।

২০১৯ সালে প্রথম এই বায়োপিক তৈরির কথা ঘোষিত হয়। ছবির পরিচালনা ও প্রযোজনার দায়িত্বে কারা থাকবেন তা স্থির হলেও এই ছবিতে নাম ভূমিকায় কে অভিনয় করবেন তা বহু দিন ধরেই ঠিক করা যাচ্ছিল না। দু বছর আগে প্রযোজক গ্রাহাম কিং ও লিয়নসগেট মাইকেলের ভাইপো জাফরের সঙ্গে দেখা করেন। কথা বলে বুঝতে পারেন মাইকেলের স্বভাব বা ভাবভঙ্গিমা অনেকটাই ছেলেটির মধ্যে আছে ।এ নিয়ে পরিচালক অ্যাণ্টনি ফুকুয়ার সঙ্গেও কথা হয় তাঁর। সবার সঙ্গে আলোচনা করেই জাফরের নাম চূড়ান্ত করে টিম মাইকেল।

মাইকেলকে আবার পর্দায় পুনরুজ্জীবিত করতে হবে শুনে স্বাভাবিকভাবেই খুশি ভাইপো জাফর। এদিন টুইট বার্তায় ও তিনি সে কথা জানিয়েছেন। বায়োপিক কবে মুক্তি পাবে তার দিনক্ষণ অবশ্য এখনও পর্যন্ত স্থির হয়নি। তবে মাইকেলের জীবনের গানের জগতে সাফল্যের শিখর স্পর্শ করার কাহিনির সঙ্গে সঙ্গে তাঁর জীবনের নানা অজানা দিকও পরিচালকরা পর্দায় ফুটিয়ে তুলতে চান। দর্শকরা এক নতুন মাইকেলের সঙ্গে পরিচিত হবেন একথা কদিন আগেই জানিয়েছিলেন পরিচালক অ্যাণ্টনি ফুকুয়া। এবছরের শেষ থেকেই শুরু হবে ছবির কাজ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!