- টে | ক | স | ই
- জুলাই ১, ২০২২
সম্পর্কে ইতি, মীর হীন মির্চি । বহুভাষিকের কণ্ঠ এবার কোনদিকে?

মির্চি মীর। মীর আফসার আলিকে চেনেন না, এরকম লোক পাওয়া কঠিন। তাঁর কণ্ঠস্বর তাঁর রসিকতা, তাঁর ধ্বনিত বিদ্রূপে বঙ্গবিশ্ব মোহিত। বাংলার বাইরেও মীরের জনপ্রিয়তা অকিঞ্চিৎ। মীর ছাড়া রেডিও মির্চি ভাবা যায় না। ৬ আগস্ট ১৯৯৪, তুমুল আলোড়ন জাগিয়ে মীর যোগ দিলেন মির্চিতে। তাঁর কণ্ঠাভিনীত বচন, বচনের বয়ান ক্রমশ উত্তোরণমুখী হতে হতে শীর্ষস্তরে দিকে এগোতে থাকে । মার্জিত রুচিতে পাশাপাশি রেডিও মির্চিও শ্রোতাদের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠল।
আকাশবাণীর প্রথম দিনে মীর।
মীরের কন্ঠধ্বনিতে ঘুম ভাঙত অনেকের । আর সে ধ্বনি সকাল-বিকেল গাড়িতে, বাড়িতে সঙ্গ দিত তাঁদের । আজ শুক্রবার সকালে হঠাৎ প্রকাণ্ড দুঃসংবাদ ফেসবুকে ভাসিয়ে দিলেন সঞ্চালক-অভিনেতা—বলতে ‘কষ্ট হচ্ছে।’ ২৭ বছরের সম্পর্কের অবসান । ‘মির্চি ছেড়ে দিলাম কিন্তু রেডিও নয়।’ মীরের হঠাৎ সিদ্ধান্তে শ্রোতারা অবাক । অব্যক্ত বেদনা ছুঁয়ে থাকল তাঁদের স্মৃতি আর শ্রুতির অভ্যাসকে । মীর এবার কী করবেন? বলেন নি। নিজে কী কোনো আলাদা সংস্থা গড়ছেন? যেখানে আবার তাঁকে ফিরে পাবে হাজার হাজার শ্রোতারা।
❤ Support Us