Advertisement
  • এই মুহূর্তে দে । শ ভা | ই | রা | ল
  • জুলাই ১৪, ২০২৩

দুর্ঘটনায় কিশোরের ধড় থেকে প্রায় ছিন্ন মুণ্ডু। জোড়া লাগিয়ে ইস্রাইলি চিকিৎসকদের বিরল নজির

আরম্ভ ওয়েব ডেস্ক
দুর্ঘটনায় কিশোরের  ধড় থেকে প্রায় ছিন্ন  মুণ্ডু। জোড়া লাগিয়ে ইস্রাইলি চিকিৎসকদের বিরল নজির

গাড়ির ধাক্কায় মুণ্ডু গিয়েছিল প্রায় খসে। বাঁচার সম্ভাবনা খুবই কম। তাও চিকিৎসকদের দক্ষতায় বেঁচে গেল ১২ বছরের এক ইহুদি কিশোর। শুনতে অবাক লাগলেও এমন অত্যাশ্চর্য কাণ্ড ঘটিয়েছেন ইস্রাইলের চিকিৎসকরা। যা শুনলে রীতিমত স্তম্ভিত হতে হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে অস্ত্রোপচারের পর এখন অনেকটাই ভালো আছে সে। নিজের বাড়ি ফিরে এসেছে। তবে, কদিন বিশ্রাম নিতে হবে। তারপর নিজের স্বাভাবিক কাজ করতে পারবে। নিজের সন্তানকে সুস্থ অবস্থা ফিরে পেয়ে বাবাও খুশ হাসপাতালের সমস্ত কর্মচারী ও ডাক্তারদের তিনি এজন্য অভিনন্দন জানিয়েছেন।

বাই- সাইকেলে চেপে রাস্তা দিয়ে যাওয়ার সময়ে একটি গাড়ির ধাক্কায় আহত হয় এক কিশোর। মাথা প্রায় আলাদা হয়ে যায় ধড় থেকে। ওই অবস্থাতেই তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন তার বাবা। আহত কিশোরকে দেখে হাসপাতালের সমস্ত স্বাস্থ্যকর্মীরাই শিউরে ওঠেন। চিকিৎসকরা তাকে দেখেই অস্ত্রোপচারের জন্য উদ্যোগী হন।

এ প্রসঙ্গে,  হাসপাতালের এক অস্থি বিশেষজ্ঞ জানিয়েছেন, ছেলেটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা মোটেই খুব সহজ বিষয় ছিল না। মাথা ঘাড় থেকে প্রায় নেমে এসেছিল।  অস্থিসন্ধিগুলো নিজের জায়গা থেকে সরে গিয়েছিল ।  ইস্রাইলের  যা স্বাস্থ্য পরিকাঠামো তাতে এমন জটিল অস্ত্রোপচার যথেষ্ট কঠিন ছিল। নিজেদের অর্জিত জ্ঞান ও যত আধুনিক উদ্ভাবনী প্রযুক্তি রয়েছে সব কিছুকে সঙ্গে নিয়ে বাচ্চাটিকে বাঁচানোর চেষ্টা করেছেন আমাদের হাসপাতালের সব শল্য চিকিৎসকরা।   দীর্ঘ প্রচেষ্টার পর রোগীকে সুস্থ স্বাভাবিক জীবন দিতে পেরে  তাঁরাও আপ্লুত।

 

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!