শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
চলতি আই লিগে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে মহমেডান স্পোর্টিং। শনিবার রাজস্থান ইউনাইটেডকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক সেরে ফেলল সাদাকালো ব্রিগেড। আন্দ্রে চেরনিশভের দল জিতল ২–১ ব্যবধানে। মহমেডানের হয়ে গোলদুটি করেন বিকাশ সিং ও এডি হার্নান্ডেজ। রাজস্থান ইউনাইটেডের গোলটি করে রাঘব গুপ্তা।
ঘরের মাঠে শেষ ম্যাচে ট্রাউ এফসি–কে ৬–০ ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর গত শুক্রবার দিল্লি এফসি–র বিরুদ্ধে প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল মহমেডান। তীব্র উত্তেজনাপূর্ণ অধিকাংশ সময়ই ৯ জনে খেলে সেই ম্যাচে সাদাকালো ব্রিগেড জিতেছিল ২–১ ব্যবধানে। সেটাই ছিল প্রথম অ্যাওয়ে ম্যাচে জয়। এদিন রাজস্থানের বিরুদ্ধে দ্বিতীয় অ্যাওয়ে ম্যাচে জয় তুলে নিল মহমেডান।
রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই প্রাধান্য ছিল মহমেডানের। তবে গোল আসছিল না। বেশ কয়েকটা সুযোগ নষ্ট করেন ডেভড, বিকাশ সিং, আঙ্গুসানারা। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ডানদিক থেকে ভেসে আসা সেন্টারে হেডে গোল করে মহমেডানকে এগিয়ে দেন বিকাশ সিং।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকে সমতা ফেরাতে পারত রাজস্থান ইউনাইটেড। ডেনজিলের শট বারে লেগে ফিরে আসে। সে যাত্রায় রক্ষা পায় মহমেডান। তবে প্রথমার্ধের মতো দাপট ছিল না মহমেডানের। তার মাঝেই ৭১ মিনিটে আঙ্গুসানার পাস থেকে বক্সের বাইরে থেকে জোরালো শটে রাজস্থান গোলকিপারকে হার মানান হার্নান্ডেজ। ম্যাচের শেষদিকে মহমেডান ফুটবলারদের গাছাড়া মানসিকতার সুযোগ নিয়ে ব্যবধান কমান রাজস্থানের রাঘব গুপ্তা। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে মহমেডান।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34