Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ১৮, ২০২৪

হার্নান্দেজের জোড়া গোল মহমেডানের কাছে পরাজিত ট্রাউ এফসি

আরম্ভ ওয়েব ডেস্ক
হার্নান্দেজের জোড়া গোল মহমেডানের কাছে পরাজিত ট্রাউ এফসি

আগের ম্যাচে রাজস্থান এফসি-কে হারিয়ে জয়ের সরণিতে ফিরেছিল মহামেডান। শনিবার কল্যাণী স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে ট্রাউ এফসি-কে ২-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়েল কাশ্মীরের সঙ্গে পয়েন্টের ব্যবধান অনেকটাই বাড়িয়ে দিল সাদাকালো ব্রিগেড।

ঘরের মাঠে রিয়েল কাশ্মীরের সঙ্গে ম্যাচে হারের পর ঝামেলা করেছিলেন সাদাকালো সমর্থকরা। এরপর কর্তারা সিদ্ধান্ত নেন ঘরের মাঠে পরের দুটো ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলবে। আগের দিন নৈহাটি স্টেডিয়ামে রাজস্থানের বিরুদ্ধে দর্শকশূন্য মাঠে খেলেছিল মহমেডান। এদিন কল্যাণী স্টেডিয়ামে ট্রাউ এফসি-র বিরুদ্ধেও কোনও দর্শককে মাঠে ঢুকতে দেওয়া হয়নি। তাতেও ফুটবলারদের উদ্দীপনায় কোনও ঘাটতি পড়েনি।

এদিন ম্যাচের শুরু থেকেই কর্তৃত্ব বজায় ছিল মহামেডানের। আইজল এফসি-র বিরুদ্ধে কার্ড সমস্যায় খেলতে পারেননি এডি হার্নান্দেজ। রাজস্থানের বিরুদ্ধে মাঠে ফিরেই হ্যাটট্রিক করেছিলেন। এদিনও নিজের জাত চেনালেন। প্রথমার্ধের ইনজুরি সময়ে দুরন্ত গোল করে তিনি দলকে এগিয়ে দেন। বেশ কয়েকটি সুযোগ নষ্ট না করলে প্রথমার্ধে ব্যবধান আরও বাড়ত।

দ্বিতীয়ার্ধেও দাপট অব্যাহত ছিল মহামেডানের। গোলের সুযোগও তৈরি হয়। কিন্তু ব্যবধান বাড়াতে পারছিল না। ম্যাচের একেবারে ইনজুরি সময়ে আবার জ্বলে ওঠেন হার্নান্দেজ। তিনিই ব্যবধান বাড়িয়ে ২-০ করেন। আগের ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন হার্নান্দেজ। এদিন জোড়া গোল। অর্থাৎ পরপর ২ ম্যাচে ৫ গোল। এইমুহূর্তে ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে মহামেডান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!