Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ২৯, ২০২৪

নতুনভাবে দল সাজাতে তিন বিদেশিকে ছেড়ে দিল মোহনবাগান সুপার জায়ান্টস

আরম্ভ ওয়েব ডেস্ক
নতুনভাবে দল সাজাতে তিন বিদেশিকে ছেড়ে দিল মোহনবাগান সুপার জায়ান্টস

নতুন মরশুমের জন্য নতুন বিদেশিদের নিয়ে দল সাজাতে চান সবুজ–মেরুন কোচ মোলিনা। তাই পুরনো বিদেশিদের মধেএ তিনজনকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্রেন্ডন হামিল, জনি কাউকো এবং হেক্টর ইউস্তেকে ছেড়ে দিল মোহনবাগান সুপার জায়ান্টস। শুক্রবারই ক্লাবের পক্ষ থেকে তিনজনকে ছেড়ে দেওয়ার কথা জানানো হয়েছে।
ব্রেন্ডল হামিল ও হেক্টর ইউস্তে গত মরশুমে রক্ষণকে সেভাবে নিশ্চয়তা দিতে পারেননি। তবে জনি কাউকো দলে যোগ দেওয়ার পর মোহনবাগানের মাঝমাঠ অনেকটাই পোক্ত হয়েছিল। জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোসরা অনেক গোলের বল পেয়েছিলেন। কাউকোকে ছেড়ে দেওয়াটা অবাক করার মতোই ঘটনা। তবে কাউকোর বয়স হয়েছে। অনেকটাই চোটপ্রবন। তাই হয়তো তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মোহনবাগান কর্তারা। তাছাড়া নতুন কোচ মোলিনা নিজের পছন্দের বিদেশিদের নিয়ে দল সাজাতে চান।
হামিল, ইউস্তে, কাউকোকে ছেড়ে দিলেও আক্রমণভাগের তিন বিদেশি জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোস ও আর্মান্দো সাদিকুকে এখনও পর্যন্ত ধরে রেখেছে। তবে শোনা যাচ্ছে ভাল স্ট্রাইকারের খোঁজ পেলে আর্মান্দো সাদিকুকেও ছেড়ে দেওয়া হতে পারে। নতুন বিদেশি স্ট্রাইকারের সন্ধানে রয়েছেন মোহনবাগান কর্তারা। কোচ মোলিনার সঙ্গে আলোচনা করেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!