- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ১৮, ২০২৪
নর্থইস্টকে ৪–২ ব্যবধানে হারিয়ে ২ নম্বরে উঠে এল মোহনবাগান
আন্তোনীয় লোপেজ হাবাসের হাতের জাদুতেই যেন বদলে গেছে মোহনবাগান সুপার জায়ান্ট। টানা ৩ ম্যাচে জয় তুলে নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল সবুজমেরুন ব্রিগেড। আগের ম্যাচে শক্তিশালী এফসি গোয়াকে হারানোর পর শনিবার ঘরের মাঠে জয় তুলে নিল নর্থ–ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। পিছিয়ে পড়েও ৪–২ ব্যবধানে দুর্দান্ত জয় হাবাসের দলের।
আগের দুটি ম্যাচে জনি কাউকোকে পরিবর্ত হিসেবে নামালেও নর্থ–ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে প্রথম একাদশে রেখেছিলেন হাবাস। তাতেই বদলে যায় মোহনবাগান। মাঝমাঠে অনেকটা জায়গা জুড়ে খেললেন কাউকো। যদিও ম্যাচের শুরু থেকে ঝড় তুলে এগিয়ে যায় নর্থ–ইস্ট ইউনাইটেড। ৮ মিনিটে জেনিথের সেন্টার বক্সের মধ্যে বলে হাত লাগান দীপেন্দু বিশ্বাস। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে গোল করেন টমি জুরিখ। ২১ মিনিটে ব্যবধান বাড়তে পারত নর্থ–ইস্ট ইউনাইটেডের। লুইসের হেড পোস্টে লেগে ফিরে আসে।
পিছিয়ে পড়ে আক্রমণে ঝন তোলে মোহনবাগান। ২২ মিনিটে সমতা ফেরানোর সুযোগ এসেছিল মোহনবাগানের সামনে। কামিংসের পাস থেকে সহজ সুযোগ নষ্ট করলেন জনি কাউকো। একের পর আক্রমণ তুলে নিয়ে এসে অবশেষে ৪৫ মিনিটে সমতা ফেরায় মোহনবাগান। জনি কাউকোর কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে দুরন্ত শটে গোল করেন লিস্টন কোলাসো। প্রথমার্ধের ইনজুরি সময়ে এগিয়ে যায় মোহনবাগান। জনি কাউকো বল নামিয়ে দিলে জালে পাঠান কামিংস।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫০ মিনিটের মাথায় দীপেন্দু বিশ্বাসের ভুলে নর্থ–ইস্ট ইউনাইটেডের হয়ে সমতা ফেরান জুরিখ। এর মিনিট তিনেক পরেই কামিংসের কাছ থেকে বল পেয়ে মোহনবাগানকে আবার এগিয়ে দেন পেত্রাতোস। ৫৭ মিনিটে কাউকোর পাস থেকে মোহনবাগানের হয়ে চতুর্থ গোলটি করেন সাহাল আব্দুল সামাদ। ম্যাচের সেরা হন ৩ গোলের কারিগর জনি কাউকো। ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ২ নম্বরে উঠে এল মোহনবাগান।
❤ Support Us