- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জানুয়ারি ৩০, ২০২৫
মহাকুম্ভ থেকে বলিউড — ‘দ্য ডাইরি অফ মণিপুর ‘ সিনেমায় ‘ভাইরাল গার্ল’ মোনালিসা ভোঁসলে

মহাকুম্ভ ২০২৫। নেট পাড়ায় রোজই সামনে আসছে কত নিত্য নতুন মুখ, নতুন গল্প। চোখের আড়ালে যাঁরা ছিলেন এতদিন তাঁরাই এখন ভাইরাল। মোবাইল খুললেই তাঁদের ছবি, তাঁদের রিলস – আইআইটি বাবা থেকে মোনালিসা ভোঁসলে। মহাকুম্ভ মেলায় মালা বিক্রি করে রাতারাতি প্রচারের আলোয় এসেছেন মধ্যপ্রদেশের ইন্দোরের তরুণী মোনালিসা ভোঁসলে। সেই জনপ্রিয়তা এবার তাঁকে এনে দিল সিনেমা জগতে কাজ করবার সুযোগ। সানোজ মিশ্রের ‘দ্য ডাইরি অফ মণিপুর’ সিনেমায় দেখা যাবে শ্যামসুন্দরীকে।
এবছর কুম্ভমেলায় মালা বিক্রি করতে ইন্টারনেট সেনসেশন হয়েছিলেন ইন্দোরের তরুণী মোনালিসা ভোঁসলে। এবার তিনি সিনেমার জগতে পা রাখতে চলেছেন৷ জানা যাচ্ছে, চলচ্চিত্র নির্মাতা সনোজ মিশ্রের আসন্ন সিনেমা, ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ -এর একটি চরিত্রে অভিনয়ের জন্য তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছে। মেলায় মোনালিসা তার নিষ্পাপ মোহনীয় এবং শ্বাসরুদ্ধকর সৌন্দর্য দিয়ে অনেকেরই হৃদয় কেড়ে নিয়েছিল ৷ তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ-চোখ….কৃষ্ণকলি আমি তারেই বলি’, রবীন্দ্রনাথ ঠাকুরের এই লেখা এই মুহূর্তে যার জন্যে সবচেয়ে উপযুক্ত বলে বুঁদ হয়েছিলেন নেটপাড়ার বাসিন্দারা।
শ্যামসুন্দরীর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি পরিচালক সনোজ মিশ্রের দৃষ্টি আকর্ষণ করেছিল। সনোজ মিশ্র সামাজিকভাবে প্রাসঙ্গিক বিষয় নিয়ে তথাযথ সিনেমা বানান বলে মনে করেন দর্শকদের একাংশ । তিনি এর আগে ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ পরিচালনা করেছিলেন। যা নিয়ে দেশজুড়ে কম সমালোচনার মুখে পড়তে হয় নি পরিচালককে। এবার তিনি মোনালিসাকে তাঁর পরবর্তী প্রজেক্টে কাজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
ছবি নিয়ে কথা বলতে, মধ্যপ্রদেশের খরগোন জেলার মহেশ্বরে মোনালিসার বাড়িতে যান পরিচালক। দু’জনের একসঙ্গে একটি ছবিও সামনে এসেছে। এই ছবিতে কাজ করতে রাজি হয়ে… হয়েছেন মোনালিসা। তিনি সনোজ মিশ্রকে বলেছেন যে, এই চরিত্রের জন্য অত্যন্ত কঠোর পরিশ্রম করবেন তিনি। পরিচালকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে। যেখানে তিনি বলেছিলেন যে, তিনি মোনালিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন। সনোজ বলেন, ‘আমি ছবিতে মোনালিসাকে ভাল ভাবে উপস্থাপন করব এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে ওঁর ভবিষ্যৎ গড়তে চাই। আমি ওঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছি। তাঁরা সবাই খুব নিরীহ।কঠোর পরিশ্রম করতে প্রস্তুত মোনালিসা। ও এখনও ছোট, ওঁকে প্রস্তুত করা আমাদের দায়িত্ব।’ তবে কোন চরিত্রে সে অভিনয় করবে তা জানাননি পরিচালক, তবে শোনা যাচ্ছে এক সেনাকর্মীর মেয়ের চরিত্রে অভিনয় করবেন মোনালিসা। এর আগে গুজব রটেছিল মোনালিসা নাকি দক্ষিণী বিনোদন দুনিয়া থেকে ডাক পেয়েছেন। অল্লু অর্জুন ‘পুষ্পা ৩’-এ তাঁকেই নাকি নায়িকা হিসেবে পেতে চান।
তবে বিখ্যাত হওয়ার জ্বালাও অনেক। ভাইরাল হবার পর নানান অস্বস্তিকর পরিস্থিতির মাঝে পড়তে হয়েছে রঙিন পুঁতির মালা, রুদ্রাক্ষের মালা বিক্রেতা মোনালিসাকে। বাড়িতে মা-বাবা, তুতো ভাই-বোন মিলিয়ে বড় পরিবার। এক বর্ণ লেখাপড়া জানেন না। তাই নিয়ে কোনও আক্ষেপ নেই তাঁর। সাদামাঠা যুক্তি, “আমি বিদেশে পড়তে গেলে মা-বাবাকে দেখবে, খাওয়াবে কে?” এই কারণেই তিনি প্রতি বছর কুম্ভমেলায় আসেন। নানা রকম পাথর দিয়ে তৈরি রকমারি মালা বিক্রি করেন। বাদ সেধেছে ২০২৫। জনপ্রিয়তা এমন জায়গায় পৌঁছেছে যে, তাঁর ব্যবসা লাটে ওঠার জোগাড়। কিছু দিন আগেই তাঁর দাদু দাবি করেছিলেন, সেলফির আবদার নিয়ে ক্যামেরা তাক করে মোনালিসাকে সর্বক্ষণ ঘিরে রেখেছে। নাতনির জনপ্রিয়তা এত বেশি হয়ে গিয়েছে যে, লোকে আর নাতনির থেকে মালা কিনছে না। তাকে শুধু দেখতে আসছে। প্রশ্নের মুখে তাঁর নিরাপত্তাও। ছবি তোলাকে কেন্দ্র করে অপ্রীতিকর অভিজ্ঞতা ঘটেছে তাঁর। মেলা ছেড়ে চলে যেতে হয়েছে তাঁকে। এবার কি তাঁর জীবন বদলে যেতে চলেছে!
অন্যদিকে মহাকুম্ভের বিড়ালাক্ষী মালাপসারিণীর রূপে মজে তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সাংসদ-অভিনেত্রী কঙ্গনা রানাউত। আক্ষেপের সুরে লিখেছেন, ‘বর্তমান গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে এহেন শ্যামসুন্দরীদের অভাব। আজকাল আর এরকম শ্যামলা রঙের নায়িকাদের বলিউডে দেখা যায় না। রুপোলি দুনিয়ায় কি এখন আর কেউ ভারতীয় শ্যামলা সুন্দরীদের প্রতিনিধিত্ব করে? একসময়ে অনু অগরওয়াল, কাজল, বিপাশা বসু, রানি মুখোপাধ্যায়, এমনকী দীপিকা পাড়ুকোনকেও মানুষ যেমন ভালোবাসা দিয়েছে, তেমন কি এই প্রজন্মে হচ্ছে?’ কঙ্গনা প্রশ্ন করেছেন, ‘কেন সব অভিনেত্রীকে আজকাল সাদা-ফ্যাকাশে দেখায়, এমনকী যারা ছোটবেলায় শ্যামলা ছিল, তাঁদেরকেও? এটা কি লেজার চিকিৎসা এবং গ্লুটাথিয়ন ইনজেকশনের অতিরিক্ত ব্যবহারের কারণে?’ এরই সঙ্গে সৌন্দর্যের জন্য মহাকুম্ভ মেলায় যেভাবে হেনস্তার শিকার হতে হয়েছে মোনালিসাকে, সেই বিষয়েও তীব্র প্রতিবাদ করেছেন কঙ্গনা।
❤ Support Us