- দে । শ প্রচ্ছদ রচনা
- সেপ্টেম্বর ১১, ২০২৩
মরক্কোর ভূমিকম্পে মৃতের সংখ্যা ২১০০ ছাড়াল, ‘ধ্বংসস্তূপে হাহাকার, তিনদিন জাতীয় শোক ঘোষণা
বিরোধী দেশ থেকেও আসছে ত্রাণ

মরক্কোর ভূমিকম্পে মৃতের সংখ্যা ২১০০ ছাড়িয়ে গিয়েছে বলে খবর। আহতের সংখ্যাও দু’হাজার অতিক্রম করেছে বলে জানা যাচ্ছে। ধ্বংসস্তূপের নীচে এখনও অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে উদ্ধারকারীরা। দিনরাত এক করে চলছে উদ্ধারকাজ। বিশ্বের নানা প্রান্ত থেকে মরক্কোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। এই সাহাযের জন্য মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ , তাঁর দেশে ভূমিকম্পে সাহায্যকারী দেশগুলিকে ধন্যবাদ জানিয়েছেন।
মরক্কো আফ্রিকার উত্তর-পশ্চিমের একটি ছোট পাহাড়ি দেশ। শুক্রবার রাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে। স্থানীয় সময় অনুযায়ী রাত সাড়ে ১১টা নাগাদ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৮। এর পর ছোট ছোট কয়েকটি আফটার শকেও কেঁপেছে মরক্কো। মারাকাশ শহর থেকে ৭২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল ভূমিকম্পের উৎসস্থল।
রাতে যখন কম্পন অনুভূত হয়, অনেকেই তখন ঘুমোচ্ছিলেন। ভূমিকম্পের প্রতিঘাতে একাধিক বাড়ি ধূলিসাৎ হয়ে গিয়েছে। ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। গত ৬০ বছরে মরক্কো এত ভয়ঙ্কর এবং বীভৎস প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়নি।
মরক্কোর ঠিক পূর্ব দিকেই রয়েছে আর এক আফ্রিকান দেশ আলজেরিয়া। এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক ভালো নয়। গত কয়েক দশক ধরে ধারাবাহিক ভাবে দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে। বছর দুয়েক আগে মরক্কোর সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করেছিল আলজেরিয়া। কিন্তু পড়শি দেশের এই ভয়ানক বিপদে মুখ ফিরিয়ে থাকতে পারেনি তারা। আলজেরিয়া থেকেও ত্রাণসামগ্রী এসে পৌঁছেছে মরক্কোতে।
আফ্রিকান দেশটির পাশে দাঁড়িয়েছে আমেরিকাও। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, আমেরিকা থেকে মরক্কোর সঙ্গে সর্ব ক্ষণ যোগাযোগ রাখা হয়েছে। মরক্কোতে আমেরিকার যে সমস্ত নাগরিক আছেন, তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে। একই সঙ্গে, উদ্ধারকাজে প্রয়োজনীয় সব রকম সাহায্য করছে আমেরিকা। অর্থনৈতিক ভাবেই দেশটির পাশে দাঁড়ানো হয়েছে।
ভারতের তরফেও মরক্কোকে সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রাকৃতিক বিপর্যয়ে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। জানিয়েছেন, মরক্কোর এই দুঃসময়ে সাধ্যমতো সাহায্য করবে ভারত।
এ ছাড়াও, তুরস্ক, কাতার, ফ্রান্স, জার্মানি, ইজরায়েল, দুবাই, জর্ডন প্রভৃতি দেশ মরক্কোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ফ্রান্সের একটি মোবাইল অপারেটর এক সপ্তাহের জন্য মরক্কোতে বিনামূল্যে পরিষেবা দেওয়ার কথা জানিয়েছে। ভূমিকম্পে মৃতদের উদ্দেশে শোকজ্ঞাপনের জন্য মরক্কোয় তিন দিনের জাতীয় শোক পালিত হবে।
মরক্কোতে আঘাত হানা ভূমিকম্পের পর ত্রাণ পাঠানোর জন্য রাজা ষষ্ঠ মোহাম্মদ স্পেন, কাতার, যুক্তরাজ্য এবং সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়েছেন, রবিবার রাষ্ট্রীয় সম্প্রচারকারী আল আওলা এই খবর জানিয়েছে।
❤ Support Us