- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ২৭, ২০২৪
টি২০ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি লফটি–ইটনের
চোখের সামনেই নিজের রেকর্ড ভেঙে চুরমার। হ্যা, এমন ঘটনার সাক্ষী থাকতে হল নেপালের কুশল মাল্লাকে। তাঁর রেকর্ড ভেঙে পুরুষদের আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক হলেন নামিবিয়ার ইয়ান নিকোল লফটি–ইটন। মঙ্গলবার নেপালের কীর্তিপুরে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নেপালেরই বিরুদ্ধে প্রথম ম্যাচে রেকর্ড গড়েন তিনি।
গতবছর সেপ্টেম্বরে হাংঝৌতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিরুদ্ধে ৩৪ বলে সেঞ্চুরি করেছিলেন নেপালের কুশল মাল্লা। তিনি ভেঙে দিয়েছিলেন ডেভিড মিলার, রোহিত শর্মা, সুদেশ বিক্রমাসেকেরার রেকর্ড। এই তিন ক্রিকেটারই ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন। এদিন কুশলের রেকর্ড ভেঙে দিলেন লফটি–ইটন। তিনি মাত্র ৩৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেন।
টস জিতে প্রথমে ব্যাট করতে নামে নামিবিয়া। একাদশতম ওভারে ৬২ রানে তৃতীয় উইকেট হারানোর পর ৫ নম্বরে ব্যাট করতে নামেন লফটি–ইটন। নেমেই ঝড় তোলেন। মাত্র ১৮ বলে হাফ সেঞ্চুরিতে পৌঁছে যান। ১৯তম ওভারের তৃতীয় বলে ঐরীর বলে বাউন্ডারি হাঁকিয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন লফটি–ইটন। শেষ পর্যন্ত ৩৬ বলে ১০১ রান করে আউট হন। মারেন ১১টি চার ও ৮টি ছক্কা। বাউন্ডারি ও ওভার বাউন্ডারি থেকে আসে ৯২ রান।
লফটি–ইটনের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে ২০ ওভারে নামিবিয়া ৪ উইকেটে তোলে ২০৬ রান। জবাবে ১৮.৫ ওভারে ১৮৬ রানে গুটিয়ে যায় নেপাল। নামিবিয়ার জয় ২০ রানে। সর্বোচ্চ রান করেন দীপেন্দ্র সিং (৪৮)। যার রেকর্ড ভাঙলেন লফটি–ইটন, সেই কুশল মাল্লা করেন ৩২। ব্যাট হতেও ২ উইকেট তুলে নেন লফটি–ইটন।
❤ Support Us