- এই মুহূর্তে দে । শ
- জুলাই ২১, ২০২২
ন্যাশেনাল হেরাল্ড মামলায় আজ ইডির দফতরে সোনিয়া

ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির দফতরে পৌঁছলেন সোনিয়া গান্ধী । আগেই ছিল তলব, কিন্তু করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় যেতে পারেননি কংগ্রেসের সভানেত্রী ।
আজ বেলা ১১টা নাগাদ দিল্লিতে ইডি-র দপ্তরে পৌঁছবেন সোনিয়া । তাঁর পাশে থাকার বার্তা দিতে আজ গোটা দেশেই কংগ্রেসের কর্মী, সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন । ইতিমধ্যেই নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দফতর এবং ইডি অভিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন কংগ্রেস সমর্থকরা । আজ সংসদে, বাদল অধিবেশনের সময়েও প্রতিবাদে সামিল হবেন দলের সাংসদেরা । এদিকে বিক্ষোভ রুখতে আগে থেকেই প্রস্তুত দিল্লি পুলিশ । বুধবার রাত থেকে আকবর রোড বন্ধ করে দেওয়া হয়েছে । কংগ্রেসের দপ্তরের বাইরেও ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলেছে পুলিশ ।
গত মাসে ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি রাহুল গান্ধীকে পাঁচ দিন ধরে জিজ্ঞাসাবাদ করেছিল । ওই পাঁচ দিনই কংগ্রেসের সমস্ত নেতা দিল্লির রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন । এদিকে ২১ জুলাইয়ের সমাবেশের জন্য আজ তৃণমূল কংগ্রেসের কেউই দিল্লিতে থাকবেন না ।
আজ কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, মোদী-শাহ জুটি কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে যে ভাবে রাজনৈতিক প্রতিহিংসা চালাচ্ছেন, তার বিরুদ্ধে এবং দলের সভানেত্রী সনিয়া গান্ধীর পাশে থাকার বার্তা দিতে কংগ্রেস গোটা দেশে বিক্ষোভ দেখাবে । রাহুলকে পাঁচ দিনে ৫০ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল । সদ্য কোভিড ও অন্যান্য অসুস্থতা থেকে সেরে ওঠা সনিয়াকে ইডি কত দিন জিজ্ঞাসাবাদ করবে, তা স্পষ্ট নয় । রাহুলের জিজ্ঞাসাবাদের সময়ে কংগ্রেস নেতারা চব্বিশ নম্বর আকবর রোড থেকে ইডি-র সদর দফতর পর্যন্ত মিছিল করে যাওয়ার চেষ্টা করেছিলেন । প্রতি দিনই পুলিশ তাঁদের বাধা দিয়েছিল । কংগ্রেসনেতাদের আটক করে বিভিন্ন থানায় সারা দিন বসিয়ে রাখা হয়েছিল । সনিয়ার জিজ্ঞাসাবাদের সময়েও একই ভাবে কংগ্রেস বিক্ষোভ দেখাতে চাইছে । সংবাদসূত্রের খবর, আজ বেলা ১১টা নাগাদ দিল্লিতে ইডি-র দপ্তরে পৌঁছবেন সোনিয়া ।
❤ Support Us