- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ১, ২০২৩
অ্যান্ডারসনকে সরিয়ে আইসিসি–র র্যাঙ্কিংয়ে শীর্ষে রবিচন্দ্রন অশ্বিন
সপ্তাহখানেক আগেই প্যাট কামিন্সকে সরিয়ে বিশ্বের এক নম্বর টেস্ট বোলারের জায়গা দখল করেছিলেন জেমস অ্যান্ডারসন। কিন্তু এক সপ্তাহের বেশি নিজের জায়গা ধরে রাখতে পারলে না ইংল্যান্ডের এই জোরে বোলার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে দুরন্ত বোলিংয়ের সুবাদে অ্যান্ডারসনকে সরিয়ে আইসিসি–র র্যাঙ্কিংয়ে টেস্ট বোলারদের তালিকায় শীর্ষস্থান দখল করে নিলেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
বর্ডার–গাভাসকার সিরিজ শুরুর আগে বিশ্বের এক নম্বর টেস্ট বোলারের জায়গা দখল করেছিলেন কামিন্স। ২২ ফেব্রুয়ারি তাঁকে তিন নম্বরে নামিয়ে শীর্ষে উঠেছিলেন অ্যান্ডারসন। আর দু’নম্বরে পৌঁছে গিয়েছিলেন দিল্লি টেস্টে দুরন্ত বোলিং করা অশ্বিন। অ্যান্ডারসনকে সিংহাসনচ্যুত করে শীর্ষে পৌঁছে গেছেন এই ভারতীয় অফস্পিনার। এই মুহূর্তে অশ্বিনের পয়েন্ট ৮৬৪। আর অ্যান্ডারসনের পয়েন্ট ৮৫৯। ঠিক ১ পয়েন্ট পিছনে দাঁড়িয়ে রয়েছেন প্যাট কামিন্স। অন্যদিকে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও চার নম্বরে রয়েছেন যশপ্রীত বুমরা। তাঁর পয়েন্ট ৭৯৫। ১৮ নম্বরে রয়েছেন মহম্মদ সামি। অক্ষর প্যাটেল ও উমেশ যাদব রয়েছেন যথাক্রমে ২৮ ও ৩১ নম্বরে।
অন্যদিকে, টেস্ট বোলারদের ক্রমতালিকায় উঠে এসেছেন রবীন্দ্র জাদেজাও। নাগপুর ও দিল্লি টেস্টে ম্যাচের সেরা পুরস্কার পেয়েছিলেন তিনি। যার সুবাদে টেস্ট বোলারদের ক্রমতালিকায় তিনি আট নম্বরে উঠে এসেছেন। এছাড়া টেস্ট অলরাউন্ডারদের তালিকায় শীর্ষেও রয়েছেন তিনি। টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন মার্নাস লাবুশেন। দ্বিতীয় স্থানে রয়েছেন স্টিভ স্মিথ। আর তৃতীয় স্থানে উঠে এসেছেন ইংল্যান্ডের জো রুট। ব্যাটারদের তালিকায় ঋষভ পন্থ ও রোহিত শর্মা নেমে গিয়েছেন। ঋষভ রয়েছেন অষ্টম স্থানে, আর রোহিত শর্মা রয়েছেন নবম স্থানে। বিরাট কোহলির জায়গার কোন অদল বদল ঘটেনি। তিনি ১৬ নম্বর স্থানেই রয়েছেন। এছাড়া টেস্ট ব্যাটারদের তালিকায় ভারতীয়দের মধ্যে চেতেশ্বর পুজারা রয়েছেন ২৫ নম্বরে, শ্রেয়স আয়ার রয়েছেন ২৬ নম্বরে। আর ৩২ নম্বরে উঠে এসেছেন রবীন্দ্র জাদেজা।
❤ Support Us