- মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ১৭, ২০২২
উসাইন বোল্টকে পেছনে ফেলে শীর্ষে নীরজ চোপড়া

উসাইন বোল্টকে পেছনে ফেলে দিলেন ভারতীয় জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া ! অবাক হলেও এটাই সত্যি। বছরের পর বছর ধরে ক্রীড়াবিদদের নিয়ে বিভিন্ন মিডিয়ায় লেখা প্রবন্ধের দিক দিয়ে শীর্ষে ছিলেন উসাইন বোল্ট। এমনকি ২০১৭ সালে ট্র্যাক থেকে অবসর নেওয়ার পরও জায়গা ধরে রেখেছিলেন। কিন্তু এই প্রথমবারের মতো ক্রীড়াবিদদের সম্পর্কে সবচেয়ে বেশি লেখা তালিকার শীর্ষে উঠতে ব্যর্থ হয়েছেন উসাইন বোল্ট। বিশ্ব অ্যাথলেটিক্স মিডিয়া বিশ্লেষণ সংস্থা ইউনিসেপ্টা জানিয়েছে, ২০২২ সালে বোল্টকে স্থানচ্যুত করেছেন ভারতীয় জ্যাভলিন তারকা নীরজ চোপড়া।
২০২১ টোকিও অলিম্পিকে সোনা জয়ের পর থেকেই আলোড়ন ফেলে দিয়েছেন নীরজ চোপড়া। তাঁকে নিয়ে চারিদিকে আলোচনা শুরু হয়েছে। এছাড়াও প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে এবছর ডায়মন্ড লিগে সোনা জিতেছেন। ফলে তাঁকে নিইয়ে সকলের মধ্যে দারুণ আগ্রহ তৈরি হয়েছে। বিশ্ব অ্যাথলেটিক্স মিডিয়া বিশ্লেষণ সংস্থা ইউনিসেপ্টার তথ্য অনুযায়ী ২০২২ সালে নীরজ চোপড়াকে নিয়ে মোট ৮১২টি প্রবন্ধ লেখা হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছেন জামাইকান মহিলা স্প্রিন্ট তারকা থম্পসন হেরা, তাঁকে নিয়ে ৭৫১ টি প্রবন্ধ লেখা হয়েছে। ১০০ মিটারে বিশ্ব চ্যাম্পিয়ন শেলি অ্যান ফ্রেজার প্রাইসকে নিয়ে লেখা হয়েছে ৬৯৮টি প্রবন্ধ। ২০০ মিটারে বিশ্ব চ্যাম্পিয়ন শেরিকা জ্যাকসনকে নিয়ে লেখা হয়েছে ৬৭৯টি প্রবন্ধ।
২০২২ সাল নীরজ চোপড়ার একটা দুর্দান্ত বছর ছিল। ইউজিনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয়েছিলেন। ২০০৩ সালে মহিলাদের লং জাম্পে অঞ্জু ববি জর্জের ব্রোঞ্জের পরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জেতা দ্বিতীয় ভারতীয় নীরজ চোপড়া। দেশের প্রথম অ্যাথলিট হিসেবে ডায়মন্ড লিগের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছিলেন।
❤ Support Us