- মা | ঠে-ম | য় | দা | নে
- জুলাই ১, ২০২৩
আবার ডায়মন্ড লিগে সেরা, নীরজের সোনার দৌড় অব্যাহত

সোনার দৌড় অব্যাহত নীরজ চোপড়ার। ৫ মে দোহা ডায়মন্ড লিগে সোনা জেতার পর আবার সাফল্য। জিতে নিলেন চলতি বছরের দ্বিতীয় ডায়মন্ড লিগ খেতাব। শুক্রবার গভীর রাতে সুইৎজারল্যান্ডের লুসানে দ্বিতীয় ডায়মন্ড লিগে পঞ্চম থ্রো–য়ে বাজিমাত নীরজ চোপড়ার। যদিও এবারেও ছুঁতে পারেননি না ৯০ মিটারের মাইলস্টোন।
চোটের জন্য দীর্ঘদিন ট্র্যাকের বাইরে থাকতে হয়েছিল ভারতের এই জ্যাভলিন থ্রোয়ারকে। এফবিকে গেমস ও পাভো নুরমি গেমসে ট্র্যাকে নামতে পারেননি। ডায়মন্ড লিগে প্রত্যাবর্তনেই বাজিমাত। ৮৭.৬৬ মিটার ছুঁড়ে সোনা জিতে বুঝিয়ে দিয়েছেন, প্যারিস অলিম্পিকের জন্য তিনি তৈরি। এই সোনা জয় নিশ্চিতভাবে তাঁর আত্মবিশ্বাস বাড়াবে।
শুক্রবার অবশ্য নীরজের শুরুটা ভাল হয়নি। প্রথম থ্রো ফাউল করেন। দ্বিতীয় প্রয়াসে ৮৩.৫২ মিটার থ্রো করেন। এই খেতাব জয়ের পথ মসৃণ ছিল না নীরজের জন্য। জার্মানির জুলিয়ান ওয়েবার প্রথম প্রয়াসেই ৮৬.২০ মিটার থ্রোকরেন। তৃতীয় প্রয়াসেও ওয়েবারকে টপকাতে পারেননি নীরজ চোপড়া। তৃতীয় থ্রো করেন ৮৫.০৪ মিটার।এই থ্রো তাঁকে দ্বিতীয় স্থানে তুলে নিয়ে আসে। চতুর্থ থ্রো আবার ফাউল করে বসেন নীরজ চোপড়া। অবশেষে পঞ্চম থ্রো–তে এক নম্বরে উঠে আসেন। নীরজের শেষ প্রয়াস ছিল ৮৪.১৫ মিটারের। ততক্ষণে অবশ্য সোনা জয় নিশ্চিত হয়ে গিয়েছে। ওয়েবার শেষ থ্রো করেছিলেন ৮৭.০৩ মিটার। আর ভালদেচ শেষ থ্রো করেন ৮৬.১৩ মিটার।
পরপর দুটি ডায়মন্ড লিগে সোনা জিতে নীরজের পয়েন্ট ১৬। অন্যদিকে, ১৩ পয়েন্ট পেয়ে ভালদেচ রয়েছেন দ্বিতীয় স্থানে। ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ওয়েবার। পরবর্তী তিনটি ডায়মন্ড লিগ হবে ২১ জুলাই মোনাকো, ২১ অগাস্ট জুরিখ ও ১৭ সেপ্টেম্বরে ইউজিনে।
❤ Support Us