- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ২৭, ২০২৫
সেইফার্টের তাণ্ডবে উড়ে গেল পাকিস্তান, ৪–১ ব্যবধানে সিরিজ জয় নিউজিল্যান্ডের

প্রথম দুটি ম্যাচে বিধ্বস্ত হয়ে সিরিজে ২–০ ব্যবধানে পিছিয়ে পড়েছিল পাকিস্তান। তৃতীয় ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তন। অনেকেই ভেবেছিলেন সিরিজে হয়তো ঘুরে দাঁড়াবে। কিন্তু কোথায় কী!। বাকি দুটি ম্যাচ হেরে টি২০ সিরিজে ৪–১ ব্যবধানে বিধ্বস্ত হল পাকিস্তান। চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতার খেসারত দিতে হল সলমান আগাদের।
ওয়েলিংটনে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচেও পাকিস্তানের সেই ব্যাটিং ব্যর্থতার ইতিহাস। এদিনও টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ। ১০.২ ওভারের মধ্যেই ৫২/৫। হাসান নওয়াজ (০), মহম্মদ হ্যারিস (১৭ বলে ১১), ওমেইর ইউসুফ (৭), উসমান খান (৭), আব্দুল সামাদরা (৪) সাজঘরে। ষষ্ঠ উইকেটে অধিনায়ক আগা সলমান ও শাদাব খানের ৫৪ রানের জুটি লজ্জার হাত থেকে কিছুটা রক্ষা করে। সলমান ৩৯ বলে করেন সর্বোচ্চ ৫১ রান। শাদাব করেন ২০ বলে ২৮। নিউজিল্যান্ডের জিমি নিশাম ২২ রানে নেন ৫ উইকেট। শেষ ৪ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ২২ রান তোলে পাকিস্তান।
টিম সেইফার্টের তাণ্ডবে ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩১ রান তুলে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। সেইফার্টের আক্ষেপ সেঞ্চুরি না পাওয়া। ৩৮ বলে ৯৭ রান করে অপরাজিত থাকেন এই কিউয়ি ওপেনার। মারেন ৬টি চার ও ১০টি ছক্কা। ১০ ছক্কার শেষ তিনটি সেইফার্ট মারেন শাদাব খানের করা দশম ওভারের শেষ তিন বলে। ওই ওভারের প্রথম বলেও একটা ছক্কা মেরেছিলেন সেইফার্ট। ২৩ বলে হাফ সেঞ্চুরিতে পৌঁছন সেইফার্ট। নিউজিল্যান্ডের ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করে অন্য ওপেনার ফিন অ্যালেন।
❤ Support Us