Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ২১, ২০২২

ব্যর্থ হয়ে সোশ্যাল মিডিয়ায় আবার ট্রোলড বিরাট কোহলি

আরম্ভ ওয়েব ডেস্ক
ব্যর্থ হয়ে সোশ্যাল মিডিয়ায় আবার ট্রোলড বিরাট কোহলি

আবার ট্রোলের মুখে পড়তে হল বিরাট কোহলিকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম ম্যাচে ব্যর্থতার পর তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব নেটিজেনরা । সোশ্যাল মিডিয়ায় তাঁকে ট্রোল করে বলা হয়েছে, ‘‌কিং কোহলি ব্যাক ইন ফর্ম।’‌

এশিয়া কাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজ খেলতে নেমেছে ভারত। প্রথম ম্যাচেই চূড়ান্ত ফ্লপ কোহলি। শেষ ম্যাচে সেঞ্চুরি করা কোহলি মাত্র ২ রান করে আউট হন। খেলেন ৭ বল। আগের ম্যাচে দুরন্ত খেলা কোহলির কাছ থেকে বড় রান আশা করেছিলেন ভক্তরা। কিন্তু ভক্তদের তিনি চূড়ান্ত হতাশ করেছেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় সরব নেটিজেনরা। কোহলিকে নিয়ে নানা রকম ট্রোল করা হয়েছে।

এক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‌অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফ্লপ বিরাট কোহলি। এবার বেরিয়ে এল কিং কোহলির আসল রূপ।’‌
একজন আবার টুইট করেছেন, ‘‌কিং কোহলি ফর্মে ফিরে এসেছেন।’ সঙ্গে হাসির একটা বড় ইমোজি জুড়ে দিয়েছেন। ‌আর একজন কোহলির সঙ্গে রোহিতকে জুড়ে দিয়ে লিখেছেন, ‘‌রোহিত–কোহলি ফর্মে ফিরে এসেছেন।’‌ অন্য নেটিজেন কোহলির ২ রান নিয়ে উপহাস করে লিখেছেন, ‘‌আফগানিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি করার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ৯৮ রানের জন্য সেঞ্চুরি পেলেন না বিরাট কোহলি।’‌ এক ভক্ত লিখেছেন, ‘‌বিরাট কোহলির দুর্দান্ত ফর্ম কি শুধু একটি ম্যাচের জন্য ?‌’‌ কয়েকজন ভক্ত লিখেছেন, ‘বিরাট কোহলি কবে ধারাবাহিকভাবে রানে ফিরবেন কেউ জানে না।’‌

মঙ্গলবার মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি ২০ ম্যাচে বিরাট কোহলি মোট ৭ বল খেলেন। মাত্র ২ রান করেন। প্রথম তিন বলে বিরাট কোহলি তাঁর খাতা খুলতে পারেননি। পরে নাথান এলিসের বলে মিড অনে ক্যামেরন গ্রিনের হাতে সহজ ক্যাচ দিয়ে আউট হন। ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ৬ উইকেটে ২০৮। সর্বোচ্চ রান হার্দিক পান্ডিয়ার অপরাজিত ৭১। লোকেশ রাহুল করেন ৫৫। জবাবে ১৯.‌২ ওভারে ৪ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। ক্যামেরন গ্রিন করেন ৬১।


❤ Support Us
error: Content is protected !!