- এই মুহূর্তে কে | রি | য়া | র-ক্যা | ম্পা | স
- জানুয়ারি ১৩, ২০২৪
স্বচ্ছতা বাড়াতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নতুন নিয়ম
২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে। পরীক্ষায় স্বচ্ছতা আরও বাড়াতে নতুন কিছু নিয়ম এবার থেকে চালু করা হয়েছে বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে।
এক নজরে দেখে নেওয়া যাক সংসদের নতুন নিয়ম:-
এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরীক্ষা হবে।
গত ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১৪ মার্চ, শেষ হয়েছিল ২৭ মার্চ। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা বেজে ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা হয়েছিল। প্রথম ১৫ মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ করা হয়েছিল। পরীক্ষার জন্য মোট সময়সীমা ছিল ৩ ঘন্টা ১৫ মিনিট। এ বছর পরীক্ষার সময়সূচি সময় সকাল ১০টার পরিবর্তে দুপুর ১২টা হয়েছে।
এবার কোনও পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষার হলে স্মার্টফোন, স্মার্টওয়াচ, হাতঘড়ি নিয়ে আসতে পারবে না। এই নিয়ম লঙ্ঘন করলে ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সংসদ।
সংসদের নিদেশানুসারে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতায় সিরিয়াল নম্বর থাকছে। প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হশেছে, পরীক্ষার নিয়ম পরিবর্তনের উদ্দেশ্য হল পরীক্ষাকে আরও স্বচ্ছ ও সুষ্ঠু করা। পরীক্ষায় অসাধু উপায় ও নকল রুখতেই মূলত এই নিয়মগুলি চালু করা হয়েছে। পাশাপাশি এই নিয়ম পরিবর্তনের অন্য একটি লক্ষ্য হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের সময় কমিয়ে আনা।
❤ Support Us