Advertisement
  • দে । শ
  • মে ১৫, ২০২৩

ভারতে নাশকতার ছক, লস্কর-ই-তৈবার শাখা সদস্যের বিরুদ্ধে চার্জশিট পেশ এনআইএর

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারতে নাশকতার ছক, লস্কর-ই-তৈবার শাখা সদস্যের বিরুদ্ধে চার্জশিট পেশ এনআইএর

সোমবার জাতীয় তদন্তকারী সংস্থা সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে লস্কর-ই-তৈবার শাখা সংগঠন দি রেজিট্যান্স ফ্রন্টের এক সহযোগীর বিরুদ্ধে। জাতীয় গোয়েন্দা সংস্থা এদিন সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে জম্মুর তালাব খাতিকানের বাসিন্দা ফয়সল মুনির তথা আলি ভাই নামে এক ব্যক্তির বিরুদ্ধে। পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা তথা দি রেজিট্যান্স ফ্রন্টের হয়ে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সরবরাহের ঘটনায় অভিযুক্ত সে। ভারতে সন্ত্রাসী কার্যকলাপে মদত জোগাতে এই আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকগুলি সরবরাহের দায়ে অভিযুক্ত ফয়সল মুনির তথা আলি ভাই। অস্ত্রশস্ত্র ও বিস্ফোরকগুলি সরবরাহের জন্যে কমিশনবাবদ সে অর্থ নিত বলে জাতীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে।

এদিন পাতিয়ালা হাউসে জাতীয় গোয়েন্দা সংস্থার বিশেষ আদালতে ফয়সল মুনিরের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। তার বিরুদ্ধে অস্ত্র আইন-সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।

অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক সরবরাহের দায়ে ২০২১ সালের নভেম্বর মাসে জাতীয় গোয়েন্দা সংস্থা মোট চারজনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। জাতীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর, মোট চারজনের বিরুদ্ধে এপর্যন্ত চার্জশিট দায়ের করা হয়েছে। এদের মধ্যে ফয়সল মুনির চতুর্থতম ব্যক্তি। এর আগে ২০২২ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে অন্য যে তিনজনের বিরুদ্ধে চার্জশিট দায়ের করা হয়েছে জাতীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর, তাদের নাম আরসালান ফিরোজ, মুজামিল মুস্তাক ভাট এবং মুদাসির আহমেদ ডার। এই তিনজনও লস্কর-ই-তৈবা তথা দি রেজিট্যান্স ফ্রন্টের হয়ে কাজ করত।

জাতীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, যে চারজনের বিরুদ্ধে এপর্যন্ত সাপ্লিমেন্টারি চার্জশিট দায়ের করা হয়েছে, তারা সকলেই পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে সাম্বা ও কাঠুয়ায় আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে অস্ত্র ঢুকিয়েছে। ফয়সল মুনির ওই অস্ত্র জঙ্গিদের সরবরাহ করার আগে তার নিজের বাসভবনে মজুত রাখত বলেও গোয়েন্দারা জানিয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!