- এই মুহূর্তে টে | ক | স | ই
- জুন ১০, ২০২৪
‘যান্ত্রিক’ কণ্ঠস্বর এবার ‘অযান্ত্রিক’। নতুন প্রযুক্তি আনল নোকিয়া

স্মার্টফোন এখন মানবজাতির জীবনের অঙ্গ হয়ে গেছে। অর্থ, স্বাস্থ্য, বিনোদন সবই এখন বন্দী স্ক্রিনের ঘেরাটোপে। এহেন যন্ত্রটিকে সর্বস্তরে জনপ্রিয় করেছিল যে সংস্থা তার নাম ‘নোকিয়া।’ পরবর্তীকালে দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং আসরে নেমে পড়লে তার জনপ্রিয়তায় ভাঁটা পড়ে। স্যামসাং বাজারে তাদের জায়গা ধরে রাখতে পারলেও, নোকিয়া এখন বেশ খানিকটা ব্যাকফুটে। ২০১৩-১৪ সাল নাগাদ মাইক্রোসফটের সঙ্গে জুটি বেঁধে ‘উইন্ডোজ ফোন’ বাজারে আনলেও সাফল্য পায়নি নির্মাতারা। সেই পতন শুরু হল, তারপর অ্যানরয়েড স্মার্টফোনের বাজারে আত্মপ্রকাশ করলেও খুব একটা লাভের মুখ দেখেনি সংস্থাটি। তবুও হার মানেনি ‘নোকিয়া।’
এবার স্মার্টফোনের জগতে এক যুগান্তকারী পদক্ষেপ আনতে চলেছে বহুজাতিক মুঠোফোন প্রস্তুতকারক সংস্থাটি। ভয়েস কলিং-এর ক্ষেত্রে এই প্রযুক্তির নাম ‘ইমারসিভ অডিও অ্যান্ড ভিডিও।’ এই প্রযুক্তিতে উন্নততর ভয়েস কলের সুবিধা পাবেন গ্রাহকেরা। সোমবার সুইডেনে সংস্থার সিইও পেক্কা লুন্ডমার্ক জানিয়েছেন , ফোনে কথোপকথন করার সময় যেন উন্নত ভয়েস কোয়ালিটির সুবিধা উপভোগ করা যায় তার জন্য সংস্থা ত্রিমাত্রিক প্রযুক্তি অর্থাৎ থ্রি ডি প্রযুক্তি ব্যবহার করতে চলেছে।
১৯৯১ সালে সংস্থার তৈরি প্রথম টু-জি ফোনের উদ্বোধনের সাক্ষী ছিলেন পেক্কা। ইমারসিভ অডিও অ্যান্ড ভিডিও প্রযুক্তির উদ্বোধনের পর তিনি সংবাদমাধ্যমের কাছে দাবি করলেন,’ভয়েস কলের ভবিষ্যৎ আমরাই তৈরি করবো।’ তাঁর মতে, নতুন এই প্রযুক্তির ব্যবহারে গ্রাহকের মনে হবে, তিনি ফোনের অপর প্রান্তে বসে থাকা কোনও ব্যক্তির সঙ্গে নয়, বরং তাঁর মুখোমুখি বসেই কথা বলছেন। বর্তমানে ভয়েস কলিং -এর ক্ষেত্রে যে প্রযুক্তি ব্যবহার হয়, তার নাম মনোফোনিক প্রযুক্তি। এতে কণ্ঠস্বরের প্রকৃত মান হ্রাস হয়।ওপর প্রান্তে থাকা কণ্ঠস্বরটিকে যান্ত্রিক স্বর বলে মনে হয় ইমারসিভ অডিও অ্যান্ড ভিডিও প্রযুক্তির ব্যবহারে শুধু ভয়েস কল নয়, কনফারেন্স কলের মানও বৃদ্ধি পাবে বলে জানিয়েছে সংস্থাটি।
পেক্কা একটি তাৎক্ষণিক ফোনালাপের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করেন। তাঁর ফোনের অপরপ্রান্তে ছিলেন স্তেফান লিন্ডস্টরম। ফিনল্যান্ডে সংস্থার প্রতিনিধিত্ব করেন তিনি। ৫জি প্রযুক্তি ব্যবহার করে এই কল করা হয়েছিল। শুধুমাত্র উন্নত ভয়েস কল নয়, ব্যক্তির পারিবেশিক পরিস্থিতির সাথেও এই কলের গুণমান পরিবর্তিত হবে। লুকান্ডার বলেছেন, এই প্রযুক্তি নেটওয়ার্ক সংস্থাগুলি, চিপসেট ও মুঠোফোন প্রস্তুতকারক সংস্থাগুলি ব্যবহার করতে পারবে।
❤ Support Us