Advertisement
  • বি। দে । শ
  • মে ৩, ২০২৪

কিম জং–এর প্লেজার স্কোয়াডে মনোরঞ্জনে ২৫ কুমারী

আরম্ভ ওয়েব ডেস্ক
কিম জং–এর প্লেজার স্কোয়াডে মনোরঞ্জনে ২৫ কুমারী

উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং ইন সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মিররের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, কিম জং উন নিজের ‘প্লেজার স্কোয়াড’‌–এর জন্য প্রতি বছর ২৫ জন কুমারী মেয়েকে বেছে নেন। মহিলাদের চেহারা এবং রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে বাছাই করা হয়। এই ‘প্লেজার স্কোয়াড’‌–এর মহিলাদের মাধ্যমে কিম জং তার মনোবাঞ্ছা মেটান বলে দাবি করেছেন উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা এক তরুণী।

ইওনমি পার্ক নামে উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা তরুণী মিররকে জানিয়েছেন, ‘কিম জং উন তাঁর আনন্দ স্কোয়াডের জন্য প্রতি বছর জন কুমারী মেয়েকে বেছে নেন। কিমের প্রতিনিধিরা সব জায়গা পরিদর্শন করে। যদি সুন্দরী কাউকে খুঁজে না পায়, তাহলে স্কুলে যেতেও দ্বিধা করে না।  উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা বা দক্ষিণ কোরিয়া বা অন্য দেশে আত্মীয়–স্বজন আছে, এমন কোনও মেয়ের সন্ধান পেলে তারা প্রথমেই তাদের শেষ করে দেয়।’‌ ইওনমি পার্ক আরও দাবি করেছেন যে, তাঁকে কিমের ‘‌প্লেজার স্কোয়াড’‌-এর জন্য দুবার স্কাউট করা হয়েছিল। কিন্তু তাঁর পারিবারিক অবস্থার কারণে তাকে নির্বাচিত করা হয়নি।  ‌

মেয়েরা ‘‌প্লেজার স্কোয়াড’‌–এ একবার নির্বাচিত হলে, কুমারী কিনা তা নিশ্চিত করার জন্য তাঁদের ডাক্তারি পরীক্ষা করানো হয়। পরীক্ষার সময়, শরীরে সামান্য দাগ কিংবা ক্ষুদ্রতম ত্রুটি থাকতে বাতিল করে দেওয়া হয়। কঠোর পরীক্ষার পর, শুধুমাত্র কিছু মেয়েকে পিয়ংইয়ং পাঠানো হয়, যেখানে তাঁদের একমাত্র কাজ স্বৈরশাসকের ইচ্ছে পূরণ করা।

এই ২৫ জনের ‘‌প্লেজার স্কোয়াড’‌–কে তিনটি স্বতন্ত্র দলে বিভক্ত করা হয়। দেওয়া হয়  গান ও নাচ সহ বিশেষ কাজের প্রশিক্ষণ । স্বৈরশাসকের সেবা করার জন্য সবচেয়ে আকর্ষণীয় মেয়েদের নির্বাচন করা হলেও, বাকিদের নিম্নপদস্থ জেনারেল এবং রাজনীতিবিদদের সন্তুষ্ট করার জন্য নিয়োগ করা হয়। মিররের প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, স্কোয়াডের সদস্যদের বয়স ২৫ বছরের কাছাকাছি পৌঁছে গেলে তাঁদের মেয়াদ শেষ হয়ে যায়। সেই মেয়েদের মধ্যে কেউ কেউ প্রায়শই নেতাদের দেহরক্ষীদের সাথে বিয়ে করে।

১৯৭০–র  দশকের মাঝামাঝি কিম জং উনের বাবা কিম জং ২–এর সময় থেকে চলে আসছে। তিনি বিশ্বাস করতেন যে, যৌন ঘনিষ্ঠতা তাঁকে অমরত্ব দেবে। যদিও কিং জং ২ অমরত্ব পাননি। ২০১১ সালে ৭০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!