Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মার্চ ৯, ২০২৩

রণবীর নন, সৌরভের বায়োপিকে অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা?‌

আরম্ভ ওয়েব ডেস্ক
রণবীর নন, সৌরভের বায়োপিকে অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা?‌

সৌরভ গাঙ্গুলিকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক। আর এই বায়োপিকে সৌরভের চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। এমনই শোনা যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই শোনা যাচ্ছে, রণবীর নন, সৌরভের ভূমিকায় অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা।
কদিন আগে কলকাতায় সিনেমার প্রচারে এসে ইডেনে সৌরভ গাঙ্গুলির সঙ্গে দেখা করেছিলেন রণবীর কাপুর। অনেকেই মনে করেছিলেন বায়োপিকে অভিনয় করার ব্যাপারে হয়তো সৌরভের সঙ্গে কথা বলবেন রণবীর। কিন্তু সেদিনই রণবীর বলেছিলেন, সৌরভের বায়োপিকে তিনি অভিনয় করবেন না। কারণ তিনি অন্য একটা বায়োপিকে অভিনয়ের জন্য কাজ চুক্তিবদ্ধ হয়েছেন। রণবীরের এই মন্তব্যের পর পরই প্রশ্ন ওঠে, সৌরভের ভূমিকায় তাহলে কাকে দেখা যাবে।
আলোচনায় উঠে এসেছে আয়ুষ্মান খুরানার নাম। আসলে আয়ুষ্মানের নাম উঠে আসছে, তিনি বাঁহাতি হওয়ার জন্য। সৌরভ গাঙ্গুলি বাঁহাতে ব্যাট করেন। তাঁর চরিত্র সিনেমার পর্দায় ভালভাবে ফুটিয়ে তুলতে গেলে অভিনেতাকে বাঁহাতি ব্যাটার হতে হবে। রণবীর কাপুর ডান হাতে ব্যাট করেন। ফলে তাঁর পক্ষে সৌরভের চরিত্র ভালভাবে ফুটিয়ে তোলা সম্ভব নয়। অন্যদিকে, আয়ুষ্মান খুরানা বাঁহাতে ব্যাট করেন। ফলে রণবীরের তুলনায় আয়ুষ্মান খুরানারই সৌরভের চরিত্র ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবেন। যদিও এই ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সৌরভের বায়োপিক প্রযোজনা করবেন লাভ রঞ্জন। তিনি অবশ্য সৌরভের বায়োপিকের ব্যাপারে বিশদভাবে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু জানাননি।


  • Tags:

Read by: 97 views

❤ Support Us
Advertisement
homepage billboard publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!