- টে | ক | স | ই বৈষয়িক
- মার্চ ২৯, ২০২৩
ওয়ালেট অ্যাকাউন্ট দিয়ে ২০০০ টাকার ওপর বাণিজ্যিক লেনদেন। পয়লা এপ্রিল থেকে গুণতে হবে মাসুল
গত বছরের মাঝামাঝি সময় থেকে জল্পনা চলেছে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআইয়ের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ ধার্য হবে কিনা। সেই জল্পনার অবসান হল। সূত্রের খবর, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া বা এনপিসিআই ইউপিআই লেনদেনের ক্ষেত্রে ইন্টারচেঞ্জ ফি নেওয়ার সুপারিশ করেছে। দু’হাজার টাকার বেশি লেনদেন হলে, সেক্ষেত্রে এই ইন্টারচেঞ্জ ফি নেওয়ার সুপারিশ করেছে এনসিপিআই। এতে রাজস্ব আদায় বাড়বে বলে মনে করছে এনপিসিআই।
সূত্রের খবর, আগামী ১ এপ্রিল থেকে এই ফি নেওয়া হবে। এরপর চলতি বছরে ৩০ সেপ্টেম্বরের মধ্যে পর্যালোচনা করে দেখা হবে ইন্টারচেঞ্জ ফি-এর বিষয়টি। উল্লেখ্য, প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্টস বা পিপিআই মারফত দুটহাজার টাকা বেশি লেনদেনের ক্ষেত্রেই ফি কাটা হবে এক দশমিক এক শতাংশ।
পিপিআই মারফত টাকার লেনদেন হয় নানা ধরনের ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে, যেমন, পেটিএম ওয়ালেট, ফোন পে, গুগল পে। তবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আরেকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি লেনদেনের ক্ষেত্রে অথবা নিয়মিত ইউপিআই লেনদেনে ফি বাবদ কোনও টাকা কাটা হবে না।
ইউপিআইয়ের মাধ্যমে টাকার লেনদেন ভারতে সর্বাধিক চালু এক ব্যবস্থা। মোবাইল ফোন ব্যবহার করেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে ইউপিআই লেনদেন করা যেতে পারে। এছাড়া পিপিআই এমন আরেকটি ব্যবস্থা, যা কাজে লাগিয়ে ব্যবহারকারী নিজের অ্যাকাউন্টে টাকা জমাতে পারেন অথবা লেনদেনও করতে পারেন।
আরও জানা গিয়েছে, ইন্টারচেঞ্জ বাবদ যে ফি কাটা হবে, তা একটি ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে টাকা লেনদেনের ক্ষেত্রে। প্রসেসিং বাবদই কাটা হবে এই ফি।
ইউপিআই ব্যবস্থাকে পরিচালনা করে এনসিপিআই অথবা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া। এনসিপিআই জানিয়েছে, ইউপিআইভিত্তিক ব্যবস্থায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আরেকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা লেনদেনের ক্ষেত্রে ফি হিসেবে কোনও চার্জ ধার্য করা হবে না। কেবল প্রিপেড পেমেন্ট ইনট্রুমেন্টের মাধ্যমে দু’হাজার টাকার বেশি ইউপিআই লেনদেন হলে ফি হিসেবে টাকা কাটা হবে।
❤ Support Us