Advertisement
  • দে । শ
  • সেপ্টেম্বর ২৩, ২০২৩

ঘুমের ব্যাঘাত তাই রোগীনিকে ‘শাস্তি’, আয়ার নির্মম অত্যাচারে বৃদ্ধার মৃত্যু

আরম্ভ ওয়েব ডেস্ক
ঘুমের ব্যাঘাত তাই রোগীনিকে ‘শাস্তি’, আয়ার নির্মম অত্যাচারে বৃদ্ধার মৃত্যু

৭০ বছরের অসুস্থ বৃদ্ধার অসহায়তার সুযোগ নিয়ে নৃশংস কাণ্ড ঘটাল তাঁরই মাইনে করা আয়া। রাতে ওই আয়ার ঘুমে ব্যাঘাত ঘটানোর জন্য অসুস্থ, শয্যাশায়ী বৃদ্ধাকে বেধড়ক মারধর করল তাঁর আয়া। শেষ পর্যন্ত প্রাণ হারালেন ওই বৃদ্ধা। এই নৃশংস অত্যাচারের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। বাগুইআটির অভিজাত আবাসনের এই ঘটনায় কলকাতা জুড়ে ব্যাপক জল্পনা শুরু হয়ে গেছে। প্রশ্ন উঠছে তিলোত্তমার বার্ধক্য কী বিপন্ন?

গত সাত বছর ধরে শারীরিকভাবে অসুস্থ ও শিয্যাশায়ী ছিলেন ওই বৃদ্ধা। তাঁর সন্তানেরা ব্যবসা সূত্রে অন্যত্র থাকেন। তাই বাগুইআটির আবাসনে একাই থাকতেন তিনি। তাঁকে দেখাশোনা করার জন্য দু/বেলার জন্য ছিলেন দু’জন আয়া। গত ১১ সেপ্টেম্বর মৃত্যু হয় বছর সত্তরের ওই বৃদ্ধার। ওইদিনই তাঁর আত্মীয়স্বজনেরা শেষকৃত্যও করেন। এরপর গত ১৯ সেপ্টেম্বর মৃতার ঘরে থাকা সিসিটিভি ফুটেজ দেখে মৃতার পরিবারের লোকজন শিউড়ে ওঠেন।

ওই সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘুমে ব্যাঘাত ঘটানোর শাস্তি স্বরূপ আয়া সোফিয়া খাতুন বেধড়ক মারধর করছে ওই শয্যাশায়ী অসুস্থ বৃদ্ধাকে। চড়, থাপ্পড় সবই প্রয়োগ করা হচ্ছে ওই বৃদ্ধার ওপর আর এই কাজ করছে ওই বৃদ্ধার মাইনে করা আয়া। দুর্বল শরীর নিয়ে অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ারও ক্ষীণ চেষ্টা করেন বৃদ্ধা।তাতে কোনও লাভ হয়নি। রাতভর অত্যাচারের পর মৃত্যুই হয় তাঁর। তড়িঘড়ি বাগুইআটি থানার দ্বারস্থ হন বৃদ্ধার পরিবারের লোকজন। প্রমাণ হিসাবে ওই সিসিটিভি ফুটেজ থানায় জমা দেওয়া হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই আয়াকে গ্রেপ্তার করেছে। বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি ঐশ্বর্য সাগর জানান, পুলিশের জেরায় নিজের অপরাধ স্বীকার করেছে ওই আয়া। সে  জানিয়েছে, তার ঘুমের ব্যাঘাত ঘটায় বৃদ্ধাকে সে মারধর করে। আর তার জেরেই মৃত্যু হয় ওই বৃদ্ধার। অথচ ওই আয়ার কিন্তু রাত জেগে ওই বৃদ্ধাকে নজরদারি করার কথা ছিল, যার বদলে ওই বৃদ্ধার কাছ থেকে ওই আয়া টাকা পেত।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!